সরকার গড়ছে তৃণমূলই আবারও দাবি রাজনীতি গবেষকদের
গতকালই শেষ হয়েছে বহু চর্চিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এবার উত্তেজনা বেশ টান টান। কারণ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।
কাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের এগজিট পোলের মাধ্যমে ভোটের ফলাফলের অনুমান। কমবেশি সব সংবাদমাধ্যমই এগিয়ে রেখেছে তৃণমূলকে। অর্থাৎ সংবাদ মাধ্যমগুলোর বক্তব্য তৃতীয় বারের জন্যে সরকার গড়ছে তৃণমূল।
এবার অনুমান আরও জোরদার হল রাজনীতি গবেষক সঞ্জয় কুমারের টুইটে। তিনি টুইট করে লেখেন, বাংলার সাত দফার ভোটের ফলাফল নিয়ে একটি জরীপ করেছেন তারা। তাতে দেখা যাচ্ছে বিজেপির থেকে তৃণমূল কমপক্ষে ৪-৫% ভোটে এগিয়ে আছে। অর্থাৎ যেকোন মূল্যেই সরকার গড়ছে তৃণমূলই। পশ্চিমবঙ্গের ৫০টি বিধানসভার অন্তর্গত ২০০টি থানার এলাকায় মানুষের মতামত নিয়েছেন বলে জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, ৮ম দফায় যে কেন্দ্রগুলিতে নির্বাচন হয়েছে, সেগুলি তৃণমূলের গড় বলেই পরিচিত।