তৃণমূলের ফেরার ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়, জানুন বিস্তারিত
বিভিন্ন এক্সিট পোলের ইঙ্গিত বলছে, রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে তাদেরকে হাড্ডাহাড্ডি টেক্কা দিচ্ছে বিজেপি (BJP)। হাতে গোণা কয়েকটি সমীক্ষায় আবার পাল্লা ভারী গেরুয়া শিবিরের দিকে। কোনও সমীক্ষার ইঙ্গিতেই অবশ্য সংযুক্ত মোর্চার ক্ষমতায় আসার ইঙ্গিত নেই।
রাজ্যের ২ আসনে ভোট হয়নি, তাই দেখে নেওয়া যাক, যে ২৯২ আসনে ভোট হয়েছে, সেখানকার বুথফেরত বিভিন্ন সমীক্ষায় কী উঠে এল-
সি- ভোটারের বুথ ফেরত সমীক্ষা-
তৃণমূল কংগ্রেস পেতে পারে- ১৫২ থেকে ১৬৪ আসন, বিজেপি পেতে পারে-১০৯ থেকে ১২১ আসন, বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের জোট তথা সংযুক্ত মোর্চা পেতে পারে-১৪ থেকে ২৫ আসন।
ETG Research-এর বুথ ফেরত সমীক্ষা-
তৃণমূল- ১৬৯, বিজেপি-১১০, বাম+কংগ্রেস+ISF (সংযুক্ত মোর্চা)-১৩, অন্যান্য ১।
চাণক্য-র বুথফেরত সমীক্ষা-
তৃণমূল-১৮০, বিজেপি-১০৮, সংযুক্ত মোর্চা-৪।
CNX-এর বুথ ফেরত সমীক্ষা-
তৃণমূল-১২৮ থেকে ১৩৮, বিজেপি-১৩৮ থেকে ১৪৮, সংযুক্ত মোর্চা-১১ থেকে ২১।
JAN KI BAT-এর সমীক্ষা-
তৃণমূল-১০৪ থেকে ১২১, বিজেপি ১৬২ থেকে ১৮৫, সংযুক্ত মোর্চা-৩ থেকে ৯।
POLSTRAT-এর সমীক্ষা-
তৃণমূল-১৪২ থেকে ১৫২, বিজেপি ১২৫ থেকে ১৩৫, সংযুক্ত মোর্চা-১৬ থেকে ২৬।
PEOPLES PULSE-এর সমীক্ষা-
তৃণমূল-৬৪ থেকে ৮৮, বিজেপি-১৭৩ থেকে ১৯২, সংযুক্ত মোর্চা-৭ থেকে ১২।
গ্রাউন্ড জিরো রিসার্চ-
তৃণমূল-১৫৭ থেকে ১৮৫, বিজেপি ৯৬ থেকে ১২৫, সংযুক্ত মোর্চা-৮ থেকে ১৬।
P-MARQ-এর সমীক্ষা-
তৃণমূল-১৫২ থেকে ১৭২, বিজেপি-১১২ থেকে ১৩২, সংযুক্ত মোর্চা-১০ থেকে ২০।
AXIS MY INDIA-র সমীক্ষা-
তৃণমূল-১৩০ থেকে ১৫৬, বিজেপি-১৩৪ থেকে ১৬০, সংযুক্ত মোর্চা-০ থেকে ২।
IPSOS-র সমীক্ষা-
তৃণমূল-১৫৮, বিজেপি-১১৫, সংযুক্ত মোর্চা-১৯।
Today’s Chanakya-র সমীক্ষা-
তৃণমূল-১৮০, বিজেপি-১০৮, সংযুক্ত মোর্চা-০৪।
দৃষ্টিভঙ্গির সমীক্ষা-
তৃণমূল – ১৭৫, বিজেপি – ১০২, সংযুক্ত মোর্চা – ১৫, অন্যান্য – ২
বুথফেরত বিভিন্ন সমীক্ষার ফলাফলই ২ মে ইভিএম খোলার পর প্রতিফলিত হয় নাকি অন্য কিছু উঠে আসে, আপাতত সেটাই দেখার অপেক্ষা।