প্রয়াত বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক নির্মল মণ্ডল
এবার করোনার বলি হলেন বারুইপুর পূর্বের বিধায়ক নির্মল মণ্ডল (৭৮) (Nirmal Mondal)। শুক্রবার বাঙুর হাসপাতালে তিনি মারা যায়। বৃহস্পতিবার সকালে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর ছেলে একই উপসর্গ নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন। ২০১১ ও ২০১৬ পরপর দু’বার তিনি জেতেন। ২০০১ সালে অবিভক্ত সোনারপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রথম লড়ে জয়ী জেতেন। লোকাল ট্রেন, বাস, অটোয় চেপে নিয়মিত বিধানসভায় যেতেন। শোকস্তব্ধ তাঁর পরিবার। করোনায় মারা গিয়েছেন বেঙ্গল কেমিক্যালের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর পি এম চন্দ্রাইয়াও।
দুই স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী ও ডাঃ দেবাশিস ভট্টাচার্য এবং বিশেষজ্ঞ কমিটির তিন সদস্যের বার্তা সংবলিত পরপর তিনটি ভিডিও নিয়ে এসেছে স্বাস্থ্য দপ্তর। তাতে করোনার যাবতীয় চিকিৎসা, রোগীর যত্ন, কাউন্সেলিং প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে। ডাক্তার, নার্সদের অবিরাম লড়াইকে কুর্নিশ করা হয়েছে। তবে চিকিৎসা পরিষেবার অন্যকিছু শ্রেণির কথা বাদ পড়ায় তাঁরা ক্ষুব্ধ। অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের পরিবারের ১৮ উর্ধ্ব সদস্যদের বাধ্যতামূলকভাবে টিকাদানের পক্ষে জোরালো সওয়াল করেছেন তাঁরা।
এদিকে করোনা ওয়ার্ড বা হাসপাতাল তৈরিতে অর্থ যাতে প্রতিবন্ধকতার কারণ না হয়, সেজন্য এদিন বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের পূর্ত সংক্রান্ত কাজে ২৫ লক্ষ টাকা খরচ করার এক্তিয়ার দেওয়া হয়েছে।
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম সংগঠনভুক্ত চিকিৎসকদের মাধ্যমে ২৬ এপ্রিল থেকে হোম আইসোলেশনে থাকা করোনা (Covid 19) রোগীদের জন্য নিরখচায় টেলিমেডিসিনের ব্যবস্থা শুরু করেছে। ১৩০ জন ডাক্তার অংশ নিয়েছেন। উপকৃত প্রায় ২০ হাজার রোগী। বাংলা ছাড়াও সুরাত, পুনে, চেন্নাই, আমেরিকা, ঢাকা প্রভৃতি জায়গা থেকেও ফোন আসছে। সংগঠনের অন্যতম কর্তা ডাঃ কৌশিক লাহিড়ী বলেন, দ্রুত আসছে টেলিমেডিসিন হেল্পলাইন।