কলকাতা বিভাগে ফিরে যান

নিউটাউনে আজ উদ্বোধন হবে শঙ্কু থিম পার্ক

May 1, 2021 | < 1 min read

সত্যজিৎ স্মরণে থিম পার্ক তৈরি করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। নিউটাউনের সিটি সেন্টার টু-এর পিছনে ফাঁকা জমিতে প্রফেসর শঙ্কুর থিম পার্ক তৈরি করা হয়েছে। প্রায় দু’একর জায়গা জুড়ে পার্ক নির্মাণ করা হয়েছে। আজ, শনিবার নজরুল তীর্থ থেকে পার্কটির উদ্বোধন করা হবে। সেখানে হাজির থাকবেন সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের জন্মের ১০০তম বর্ষ উপলক্ষে তাঁর সৃষ্ট চরিত্রের নামে পার্কের নামকরণ করা হয়েছে।

পার্কের সামনেই থাকছে প্রফেসর শঙ্কুর বিশাল মূর্তি। এছাড়াও তাঁর গবেষণাগার এবং বইপত্রের নিদর্শন রাখা হয়েছে সেখানে। এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেনের মতে, এই থিম পার্কটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে। মাত্র দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ পার্কটি সাজিয়ে তোলা হয়েছে। যা সমস্ত বয়সের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলেই মনে করছেন চেয়ারম্যান। প্রসঙ্গত, আগামী কাল, ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন। একইসঙ্গে, সেদিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাই আজ পার্কটির উদ্বোধন করা হবে বলে এনকেডিএ সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#newtown, #Shonku Theme Park

আরো দেখুন