রাজ্য বিভাগে ফিরে যান

আংশিক লকডাউন সফল করতে তৎপরতা শুরু রাজ্য প্রশাসনের

May 1, 2021 | 2 min read

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। আর তার জেরে রোজই রেকর্ড হাতে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুমিছিল। মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে মুক্তি পায়নি এ রাজ্যও। সংক্রমণ রুখতে তাই শুক্রবারই বাংলায় জারি হয়েছে আংশিক লকডাউন। সতর্কতা হিসেবে সকাল ৭টা থেকে দশটা পর্যন্ত খোলা বাজার। সকাল দশটা পার হয়ে যাওয়ার পরও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাজারে ঘুরছেন মানুষজন, সবজি নিয়ে বসে রয়েছেন বিক্রেতারা। কিন্তু সেদিকে হুঁশই নেই রাজ্যের বহু জায়গার মানুষের। কোথাও লাঠি হাতে তো কোথাও মাইকিং করে তাদের সরাচ্ছে পুলিশ।

যেমন আংশিক লকডাউনের নির্দিষ্ট সময়সীমার পরেও অবাধে খোলা বাঁকুড়া শহরের বেশিরভাগ বাজার হাট। প্রশাসনের একেবারে নাকের ডগায় বাঁকুড়ার মাচানতলা বাজারে বেলা সাড়ে দশটাতেও খোলা জামা কাপড় থেকে শুরু করে সবজি, ফলের ফুটপাথ-বাজার। আর সেই বাজারে কেনাকাটার জন্য ভিড়ও রীতিমত চোখে পড়ার মতো। চেম্বার অফ কমার্স এর দাবি লক ডাউনের প্রথম দিন হওয়ায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। তবে সকলকে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বেলা দশটার পরও বাঁকুড়া শহরের মাচানতলা,  ফ্যান্সি মার্কেট সহ অন্যান্য বাজারে কমবেশি প্রায় সব দোকান খোলা ছিল। আর এই খবর পুলিশের কাছে পৌঁছাতেই পুলিস কোমর বেঁধে ময়দানে নামে। অভিযান চালিয়ে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়।

আবার লাঠি হাতে চন্দ্রকোনা বাজার বন্ধ করে দেয় পুলিশ। চন্দ্রকোনা টাউন রেগুলেটেড মার্কেটে সকাল ১০টার পরেও চলছিল বাজার। সেই বাজার বন্ধ করতে অভিযানে নামে পুলিস। সতর্ক করা হয় বিক্রেতাদের। প্রসঙ্গত করোনা সংক্রমণ ঠেকাতে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে মাস্ক, সাফ জানানো হয়েছে প্রশাসনের তরফে। জলপাইগুড়িতে ভোর রাত থেকেই অবিরাম বৃষ্টি চলছে। তাই অনেকেই সাত সকালে ছাতা মাথায় থলি নিয়ে বাজারের পথে। কিন্তু বেলা দশটার পরেও সবজি বাজার খোলা ছিল বর্ধমানে।

আবার, সরকারের ঘোষণা মতো দশটা বাজতেই রামপুরহাটে দোকান বাজার বন্ধ করতে অভিযানে নামে পুলিশ। সকাল দশটা বাজার সঙ্গে সঙ্গেই আংশিক লক ডাউন সফল করতে ময়দানে নেমে পড়ে আরামবাগ থানার পুলিশও। খড়গপুরেও দশটা বাজতেই তৎপর পুলিশ। দোকান বন্ধ করতে কোথাও ধমক দিচ্ছেন পুলিশ। কোথাও বুঝিয়ে সুঝিয়ে বন্ধ করানো হচ্ছে। তবে সরকারি নির্দেশিকা মেনে দশটা বাজতেই ব্যবসায়ীরা বাজার ঘাট দোকানপাট বন্ধ করে দেয় নদিয়ায়। সেখানে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। রাস্তায় লোকজন কম। সরকারি নির্দেশ মানছেন মানুষজন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #COVID Second Wave, #partial lockdown, #Bengal

আরো দেখুন