দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শান্তিপুরে করোনা সম্পর্কে সচেতনতার প্রচারে অভিনব পথনাটিকা

May 1, 2021 | < 1 min read

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে এবং সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন শান্তিপুরের বহুরূপী মডেল শিল্পীরা। শহরের বিভিন্ন এলাকায় তাঁরা পথ নাটিকার মাধ্যমে মানুষকে কোভিড স্বাস্থ্যবিধি সম্বন্ধে সচেতন করেন। শিল্পীরা কেউ যমরাজ, কেউ আবার পুলিসের ভূমিকায় অভিনয় করেন। মাস্ক না পরা মানুষদের যমরাজ টেনে নিয়ে যাচ্ছেন, কিংবা পুলিস গ্রেপ্তার করছে।

এমন বিভিন্ন প্রতীকী ঘটনাও পথ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। শিল্পীদের দাবি, বছরখানেক আগে প্রথম যখন করোনার ঢেউ এসেছিল, সেই সময় আমরা এভাবেই পথে নেমে মানুষকে সচেতন করেছিলাম। মডেল শিল্পী রাজেশ বন্দ্যোপাধ্যায় বলেন, বহু মানুষ আছেন, যাঁরা এখনও মাস্কের ব্যবহার করছেন না। তাঁরা করোনা সম্বন্ধে সচেতন নন। তাই তাঁদের সচেতন করতেই বিনা পারিশ্রমিকে আমরা নিজেদের শিল্পীসত্তার মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছি। মানুষ সচেতন হলে করোনা বিদায় নিতে বাধ্য। অন্যদিকে নাটক দেখতে শহরের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষদের ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে।বাসিন্দাদের অনেকেই বলেন, এই পথনাটিকা কার্যত সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে। পাশাপাশি ওই নাটক দেখে অনেকে আবার গলায় ঝোলানো মাস্ক মুখে তুলে নেন। কেউ আবার পকেট থেকে মাস্ক বার করে তা পরেও নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid awareness, #Shantipur

আরো দেখুন