রাজ্য বিভাগে ফিরে যান

করোনার জের, হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক, বাতিল একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা

May 1, 2021 | < 1 min read

করোনার বাড়াবাড়ির জেরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ করে দিতে হবে। প্রথম তিন মাস উচ্চ মাধ্যমিকের সংক্ষেপিত সিলেবাসে একাদশ শ্রেণির অংশটুকুই পড়বে তারা। এর পাশাপাশি সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও (HS Exam) হোম সেন্টার, (home centre) অর্থাৎ নিজের স্কুলে বসেই দিতে পারবে ছাত্রছাত্রীরা। সূচি অপরিবর্তিত থাকবে। তবে সময়ের পরিবর্তন হচ্ছে। সকাল ১০টার পরিবর্তে উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২টা থেকে।

সহকারী প্রধান শিক্ষকদের সংগঠনের তরফে সৌদীপ্ত দাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদকেও একই সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন। এসটিইএ-র তরফে অনিমেষ হালদার বলেন, দ্বাদশ শ্রেণিতে সারা বছর টেস্ট বা অন্য কোনও পরীক্ষা হয়নি। তাই উচ্চ মাধ্যমিক নিতেই হত। যেহেতু একাদশ শ্রেণির পরীক্ষা নেই, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১০টার পরিবর্তে ১২টা থেকে শুরু হলে দূরের শিক্ষকদের যাতায়াতে সুবিধাও হবে। তবে আরও কিছুদিন পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষা বাতিলের পক্ষেই সওয়াল করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির নেতা নবকুমার কর্মকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee, #HS Exam, #home centre

আরো দেখুন