মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছায় ভরালেন সারা দেশের বিরোধী নেতারা
অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে বেলা যত গড়াচ্ছে ততই তরতর করে বেড়ে যাচ্ছে তৃণমূলের আসনসংখ্যা। পাল্লা ভারী তৃণমূলেরই। আর সেই ট্রেন্ডেই নিশ্চিত হয়ে গণনা শেষ হওয়া অবধি অপেক্ষা না করেই রাজ্যে তৃণমূলের ফলাফল দেখে সুপ্রিমোকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিলেন অখিলেশ, কেজরিওয়াল, মেহবুবা, শরদ পাওয়াররা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গবাসীকে এই বিপুল জয়ের জন্যে অভিনন্দন জানিয়েছেন। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার এই যুদ্ধকেও কুর্নিশ জানিয়েছেন তিনি।
সমাজবাদী পার্টির মুখ্য অখিলেশ যাদব টুইট করে লিখেছেন, ‘বিজেপির ঘৃণার রাজনীতিকে পরাজিত করেছে সচেতন বঙ্গবাসী। একজন মহিলাকে অপমান করে “দিদি ও দিদি” বলে ডাকার উপযুক্ত জবাব এটা।’
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘চলুন কোভিড মহামারীর বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আমাদের সমাজসেবা চালিয়ে যাই।’
জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজ্যবাসীকেও বিভাজনমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করার জন্যে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত সব জল্পনার অবসান ঘটিয়ে ৫০ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের জন্যে বাংলার মসনদ জয়ের পথে তৃণমূল।
কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘বিজেপি এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের সব প্রতিবন্ধকতাকে হারিয়ে আপনি বিজয়ী হয়েছেন। আগামী ৫ বছরের জন্যে শুভেচ্ছা।’