বিধানসভা নির্বাচনে ডাহা ফ্লপ বিজেপির সাংসদরা
শেষ হয়েছে বহু চৰ্চিত বাংলার বিধানসভা নির্বাচন। ফল প্রকাশও হয়ে গেল আজ। বিগত এক মাস ধরে বাংলার নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা আর্থার কোনান ডয়েলের উপন্যাসকেও হার মানাবে।
রাজ্যের মূল দুই শক্তি বিজেপি এবং তৃণমূল। বিজেপি এইবারের নির্বাচন যেন নিজের সর্বস্ব দিয়েছি লড়েছে। এমনকি বাজি রেখেছে দলের বিজয়ী সাংসদদেরও। বার বার বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলেছে কেন এতো দুরবস্থা এই দলের, যে সাংসদদের দিয়ে বিধানসভা নির্বাচন লড়াতে হচ্ছে। কিন্তু তাতে এক চুলও বদলায়নি কেন্দ্রীয় দলের সিদ্ধান্ত। দেখে নেওয়া যাক ভোট যুদ্ধে কোন কোন সংসদের শিকে ছিড়ল।
নিশীথ প্রামাণিক: দিনহাটায় জয়ী হয়েছেন মাত্র ৬৯টি ভোটে। যদিও ওনার জয় নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। উঠেছে পুনর্গণনার দাবিও।
লকেট চট্টোপাধ্যায়: চুঁচুড়ায় বিপুল ভোট পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে।
বাবুল সুপ্রিয়: ৫০,০০০ এরও বেশি ভোটে পরাজিত অরূপ বিশ্বাসের কাছে।
জগন্নাথ সরকার: শান্তিপুরে জয়ী হয়েছেন অজয় দের বিরুদ্ধে।
স্বপন দাশগুপ্ত: তারকেশ্বরে হেরেছেন রাজ্যসভার প্রাক্তন এই সাংসদও।