বাংলার মসনদে মমতাই, কে কোথায় জিতল?
দীর্ঘ দেড় মাসের অপেক্ষার অবসান আজ। আট দফার নির্বাচন, রক্তক্ষয়, রাজনৈতিক তাপ উত্তাপ, এবং করোনার বাড়বাড়ন্ত পাড় করে, আজ অবশেষে সেই দিন। আজ বাংলার মানুষের রায় মাথা পেতে নিতে হবে নেতানেত্রীদের।
বাংলা নিজের মেয়েকেই চায়, নাকি আসল পরিবর্তনের ঢেউয়ে গা ভাসাতে চায়, জানা যাবে আজ দুপুরের পর থেকেই। বাংলার ভোট গণনার সব আপডেট, সবার আগে এখানে।
লাইভ আপডেট
৪:৪৩: রায়দিঘির তৃণমূল প্রার্থী অলক জলদাতা ৩২ হাজারের বেশি ভোটে জয়ী
৪:৪০: সবং থেকে জয়ী হলেন মানস ভূঁইয়া
৪:২৭: মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের শুভেচ্ছা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
৪:১৫: কেশপুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শিউলি সাহা
৪:১৩: ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে পরাজিত পর্যটন মন্ত্রী গৌতম দেব
৪:১০: নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
৪:০৯: পরাজয় স্বীকার বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে সম্বর্ধনা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ
৪:০৫: তারকেশ্বরে পরাজিত বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত
৪:০৩: ডোমজুড়ে পরাজিত দলবদল বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়
৪:০২: শালবনীতে তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত জয়ী
৪:০১: রতুয়া বিধানসভা কেন্দ্রে ১৬ রাউন্ড শেষে ৪২২৮৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়
৪:০০: ১৭ রাউন্ড গণনা শেষে ৩৮২৯৭ ভোটে এগিয়ে ফরাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী মণিরুল ইসলাম
৩:৫৯: উলুবেড়িয়া দক্ষিণে প্রায় ৩৪ হাজার ভোটে পরাজিত বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। জয়ী তৃণমূল
৩:৫৮: ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ২৬ হাজার ৩৭৬ ভোটে জয়লাভ করলেন।
৩:৫৫: আসানসোল দক্ষিণে জয়ী বিজেপির অগ্নিমিত্রা পাল, পরাজিত সায়নী ঘোষ
৩:৫৪: বাঁকুড়ার ওন্দা এবং ছাতনা আসনে জয়ী বিজেপি প্রার্থীরা
৩:৫০: মেদিনীপুরে ২৩,৩৪১ ভোট এগিয়ে জুন মালিয়া
৩:৪৮: নলহাটি, মুরারই, হাসনে জয়ী তৃণমূল প্রার্থীরা
৩:৪৫: ইটাহার, খন্ডঘোষ, রায়নায় জয়ী তৃণমূল
৩:৪৪: ১৩ রাউন্ড শেষে মগরাহাট পশ্চিমে তৃণমূল ৪৪ হাজার ১৬৮ ভোটে এগিয়ে
৩:৪৩: খণ্ডঘোষে তৃণমূল প্রার্থী নবীন বাগ জয়ী ২০ হাজারের বেশী ভোটে।
৩:৪২: উলুবেড়িয়া দক্ষিণে তৃণমূল প্রার্থী পুলক রায় জয়ী
৩:৪১: দশম রাউন্ডের শেষে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নমিতা সাহা ৪৬ হাজার ৭০৫ ভোটে এগিয়ে
৩:৪০: সাগর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা
৩:৩৭: ১৫ রাউন্ডের শেষে মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে ১৫ হাজার ৭২৬ ভোটে এগিয়ে
৩:৩৬: আমতা ও চন্দ্রকোণায় জয়ী তৃণমূল
৩:৩৫: সিঙ্গুরে মাস্টারমশাইকে হারিয়ে জয়ী বেচারাম মান্না
৩:৩২: বজবজে ৪৫ হাজার ভোটে জয়ী তৃণমূল
৩:৩১: বরাহনগর কেন্দ্রে ১৫ হাজার ৬১৯ ভোটে এগিয়ে তাপস রায়
৩:৩০: যাদবপুর কেন্দ্রে ১৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, পিছিয়ে সুজন চক্রবর্তী
৩:২৯: খড়গপুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী দীনেন রায়
৩:২৮: সুতিতে তৃণমূল প্রার্থী ৪৪ হাজার ভোটে এগিয়ে, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে ১২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।
৩:২৭: দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ১৪ হাজার ৭৬১ ভোটে জয়লাভ করলেন
৩:২৬: হরিশচন্দ্রপুর, জগৎবল্লভপুর, রানীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী
৩:২৫: গলসিতে ২১ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী নেপাল ঘরুই ৯৩৯২ ভোটে এগিয়ে
৩:২৪: রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার ৮ হাজার ৬৯৮ ভোটে এগিয়ে
৩:২৩: বালিগঞ্জে সুব্রত ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে
৩:২২: বন্দরে ফিরহাদ হাকিম ৫৩ হাজারের বেশি ভোটে এগিয়ে
৩:২১: ১৮ রাউন্ড শেষে চোপড়ায় ৩৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
৩:০৭: ২৩,৭০৩ ভোটে সাতগাছিয়াতে জয়ী তৃণমূল প্রার্থী মোহন চন্দ্র নস্কর
৩:০৭: খড়গপুর সদরে ৩১১৯ ভোটে জয়ী বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়।
৩:০৫: ডাবগ্রাম ফুলবাড়িতে ১৪ হাজার ভোটে এগিয়ে বিজেপি
৩:০৬: দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৭১১৭ ভোটে এগিয়ে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৯৯৮৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক
৩:০৫: ভাতারের তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী জয়ী
৩:০৪: রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ৪২০০ ভোটে জয়ী
৩:০১: রেজিনগর কেন্দ্রে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী
৩:০০: বারুইপুর পশ্চিম কেন্দ্রে জয়ী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
৩.০০ দুর্গাপুর পূর্ব কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী কর্ণেল দীপ্তাংশু চৌধুরী
২:৫৯: ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, হারলেন তৃণমূল প্রার্থী রেজাউল করিম
২.৪৮: বিনপুরে তৃণমূল কংগ্রেস এর প্রার্থী দেবনাথ হাঁসদা জয়ী
২.৩৬: ১৪ রাউন্ড শেষে নন্দীগ্রামে ২৩৩১ ভোটে এগিয়ে গেলেন মমতা ব্যানার্জি
২:২৪: আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মলয় ঘটক
২:২০: ‘মহিলা পরিচালিত এই রাজ্য। টিটকিরি সহ্য করে না, তা প্রমাণ হয়ে গেল’ টুইটারে লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
২:১৯: মধ্যমগ্রামে তৃণমূল প্রার্থী রথীন ঘোষ দশম রাউন্ডের শেষে ২৬ হাজার ভোটে এগিয়ে
২:১৮: ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা’ টুইটে লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
২:১৫: করিমপুরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়
২:১২: তালড্যাংড়ায় জিতল তৃণমূল। কুলটিতে মাত্র ১০০ ভোটে জিতলেন বিজেপি প্রার্থী
২:১১: বারাবনীতে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়, জামুড়িয়াতে জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিং
২:০২: রাইপুর, উলুবেড়িয়া পূর্বে জয়ী তৃণমূল
২:০০: শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারী। পরাজিত দলবদলু নেতা রথীন চক্রবর্তী
১:৪৩: নৈহাটিতে জয়ী পার্থ ভৌমিক, উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা
১:৪২: শিলিগুড়িতে বিজেপির শংকর ঘোষাল জয়ী। হেরে গেলেন মেয়র অশোক ভট্টাচার্য
১:২০: দশম রাউন্ডের শেষে বনগাঁ উত্তরে তৃণমূল প্রার্থী শ্যামল রায় ৩ হাজার ৪৬১ ভোটে এবং বনগাঁ দক্ষিণে ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আলোরানী সরকার ২৯৯৯ ভোটে এগিয়ে। হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ১৫৪১৮ ভোটে এগিয়ে
১:১৫: ‘একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ’ টুইটারে লিখলেন অখিলেশ যাদব। হ্যাশট্যাগে লিখলেন ‘দিদি জিও দিদি’।
১:১২: ‘বাংলার সচেতন নাগরিকরা বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা’ টুইটারে শুভেচ্ছা বার্তা অখিলেশ যাদবের।
১:১০: বারাসতে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ১২ হাজার ৯৭০ ভোটে এগিয়ে
১:০৯: ‘মোদী+ অমিত শাহ+ বিজেপি+ সিবিআই+ ইডি+ নির্বাচন কমিশন+ গদি মিডিয়া+ বিশ্বাসঘাতক এই সবকিছু দিদি+ অভিষেক বন্দ্যোপাধ্যায়+ তৃণণূল কর্মী এবং বাংলার কাছে হেরে গেল’ টুইট ডেরেক ও’ব্রায়েনের
১:০০ বিধাননগরে ৮ রাউন্ডের পর সুজিত বসু ৮০০০ ভোটে এগিয়ে
১২:৪৭: নন্দীগ্রামে ১৪১৭ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
১২:৪৫: মালদহের সুজাপুরে ৪২,৪৬৩ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল গনি
১২:২৭: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ২০৮টি আসনে, বিজেপি ৮১টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১২:১৮: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ২০৭টি আসনে, বিজেপি ৮২টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১২:০৫: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ২০৬টি আসনে, বিজেপি ৮৩টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১১:৫৫: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ২০৪টি আসনে, বিজেপি ৮৫টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১১:৫০: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ২০০টি আসনে, বিজেপি ৮৯টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১১:৪৫: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ১৯৬টি আসনে, বিজেপি ৯৩টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১১:৪০: রাজ্যের ২৯২টি আসনে এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ১৯৪টি আসনে, বিজেপি ৯৫টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১১:২২: এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ১৯১টি আসনে, বিজেপি ৯৬টি, সংযুক্ত মোর্চা ১টি আসনে, অন্যান্যরা ২টি আসনে
১১:২০: তৃণমূল এগিয়ে সোনারপুর দক্ষিণ, কামারহাটি, কেশপুর, আসানসোল দক্ষিণ, হেমতাবাদ, করণদিঘি, ইটাহার, রায়গঞ্জ, বলাগড়, ডেবরায়
১১:০৬: বিজেপি এগিয়ে কালচিনি, আলিপুরদুয়ার, খানাকুল, গোঘাট, পুরশুড়ায়
১১:০৫: তৃণমূল এগিয়ে কাশীপুর-বেলগাছিয়া, ডায়মন্ড হারবার, খড়্গপুর গ্রামীণ, শ্যামপুকুর, চণ্ডীপুর, ক্যানিং পশ্চিম, উত্তরপাড়া, তারকেশ্বরে
১০:৫৪: তৃণমূল এগিয়ে বারাবনি, জামুড়িয়া, মালদহ, নাকাশিপাড়া, খণ্ডঘোষ, খড়গ্রাম, দাসপুর, যাদবপুর, ডোমজুড়, কাকদ্বীপ, কামারহাটি, দমদম, উত্তরপাড়া, কলকাতা বন্দর, মেদিনীপুর, উলুবেড়িয়া পূর্ব, শিবপুর, টালিগঞ্জ, চন্দ্রকোনা, গোয়ালপোখর, ইসলামপুর, চাকুলিয়াতে।
১০:৫৩: বিজেপি এগিয়ে কুল্টি, দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পূর্ব, মাথাভাঙা, কেশপুর, জোড়াসাঁকো, আসানসোল উত্তর, তারকেশ্বর, রাসবিহারী, মুর্শিদাবাদ, হবিবপুর, বহরমপুর, ইংরেজবাজার, শীতলকুচি, আসানসোল দক্ষিণ, চোপরা।
১০:৪৫: কেন্দ্রে কেন্দ্রে তৃতীয়, চতুর্থ রাউন্ডের গণনা চলছে। এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ১৯৪টি আসনে, বিজেপি ৯৩টি, সংযুক্ত মোর্চা ৫টি আসনে
১০:৩৫: কেন্দ্রে কেন্দ্রে তৃতীয়, চতুর্থ রাউন্ডের গণনা চলছে। এই মুহূর্তের ফলাফল: তৃণমূল এগিয়ে ১৯১টি আসনে, বিজেপি ৯৬টি, সংযুক্ত মোর্চা ৫টি আসনে
১০:২২: তিন রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৮৯টি আসনে, বিজেপি ৯৮টি, সংযুক্ত মোর্চা ৫টি আসনে
১০:২২: তিন রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৮৭টি আসনে, বিজেপি ১০০টি, সংযুক্ত মোর্চা ৪টি আসনে
১০:১৮: তিন রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৮২টি আসনে, বিজেপি ১০৪টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
১০:০৮: তিন রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৭১টি আসনে, বিজেপি ১১৫টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
১০:০২: দুই রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৬৯টি আসনে, বিজেপি ১১৫টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
১০:০০: দুই রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৬৫টি আসনে, বিজেপি ১১৫টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:৫৪: দুই রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৬১টি আসনে, বিজেপি ১১৫টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:৪৯: উত্তরপাড়া থেকে এগিয়ে কাঞ্চন মল্লিক। সোনারপুর দক্ষিণে এগিয়ে লাভলি মৈত্র
৯:৪৮: দুই রাউন্ড গণনার পর তৃণমূল এগিয়ে ১৫২টি আসনে, বিজেপি ১১২টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:৪৭: দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ফারাক্কা, সিঙ্গুর, বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূল
৯:৪৫: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১৪৪টি আসনে, বিজেপি ১১০টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:৪৪: নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, তৃণমূলের ভোট শেয়ার ৫০% বিজেপির ৩৫%
৯:৪২: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১৪২টি আসনে, বিজেপি ১০৮টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:৩৯: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১৩৭টি আসনে, বিজেপি ১০৮টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:২৮: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১৩৩টি আসনে, বিজেপি ১০৮টি, সংযুক্ত মোর্চা ৬টি আসনে
৯:৩৬: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া, টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, মালদহে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল
৯:৩৫: চণ্ডীতলায় ৫০০ ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত, মেটিয়াবুরুজে তৃণমূলের আবদুল খালেক মোল্লা ১০,২৬৩ ভোটে এগিয়ে, শীতলখুচিতে ২৩১ ভোটে এগিয়ে তৃণমূল
৯:৩১: প্রথম রাউন্ডের পর চন্দ্রকোনায় ৫৫১০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
৯:৩০: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১১৮টি আসনে, বিজেপি ১০৭টি আসনে, সংযুক্ত মোর্চা ৬টি আসনে, অন্যান্যরা ১টি আসনে
৯:২৮: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১১২টি আসনে, বিজেপি ৯৪টি, সংযুক্ত মোর্চা ৫টি আসনে
৯:২৭: প্রথম রাউন্ডের সাথে ববি হাকিম ৬৩০০ ভোটে এগিয়ে, শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে ২২০০ ভোটে
৯:২৪: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১০৭টি আসনে, বিজেপি ৯৮টি, সংযুক্ত মোর্চা ৬টি এবং অন্যান্যরা ১টি আসনে
৯:২০: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ১০৪টি আসনে, বিজেপি ৯৮টি, সংযুক্ত মোর্চা ৪টি এবং অন্যান্যরা ১টি আসনে
৯:১৮: পোস্টাল ব্যালটের গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে নন্দীগ্রাম, কলকাতা পোর্ট, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, ডোমজুড়, বাদুরিয়া, হাড়োয়া, বালিগঞ্জ, চাপড়া, স্বরূপনগর, তালডাংরা, গোয়ালপোখর, করনদিঘি, কাশীপুর-বেলগাছিয়া, হেমতাবাদ, মানবাজার, রাজারহাট-নিউটাউন, ফালাকাটা, ভাঙড়, দক্ষিণ হাওড়া, শিবপুর, বর্ধমান দক্ষিণ, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, ইটাহার, দাসপুর।
৯:১৫: প্রাথমিক গণনার পর তৃণমূল এগিয়ে ৯৭টি আসনে, বিজেপি ৯০টি, সংযুক্ত মোর্চা ৪টি এবং অন্যান্যরা ১টি আসনে
৯:১৪: পোস্টাল ব্যালটের গণনায় বিজেপি এগিয়ে বলরামপুরে, বারাসতে, রায়গঞ্জে, কৃষ্ণনগর দক্ষিণে, ময়ূরেশ্বরে, ছাতনা, শালতোড়া, রাইপুর, বড়জোড়া, বনগাঁ উত্তর ও দক্ষিণে, ভাটপাড়া, হবিবপুরে, ডোমজুড়ে, বৈষ্ণবনগরে
৯:১০: প্রথম রাউন্ডের গণনা শেষে সিঙ্গুরে এগিয়ে বিজেপি-র প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য
৯:০৩: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৭৯টি আসনে, বিজেপি ৭৩টি আসনে, সংযুক্ত মোর্চা ৪টি আসনে
৮:৫৩: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৭৭টি আসনে, বিজেপি ৬৫টি আসনে, সংযুক্ত মোর্চা ৩টি আসনে
৮:৪৮: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৬৫টি আসনে, বিজেপি ৬৩টি আসনে, সংযুক্ত মোর্চা ৩টি আসনে
৮:৪৫: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৬৪টি আসনে, বিজেপি ৬০টি আসনে, সংযুক্ত মোর্চা ৩টি আসনে
৮:৪২: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৫৬টি আসনে, বিজেপি ৫১টি আসনে, সংযুক্ত মোর্চা ১টি আসনে
৮:৪১: পোস্টাল ব্যালটের গণনার পর নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
৮:৪০: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৫৩টি আসনে, বিজেপি ৪৯টি আসনে, সংযুক্ত মোর্চা ৩টি আসনে
৮:৩৬: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৫৩টি আসনে, বিজেপি ৪৯টি আসনে, সংযুক্ত মোর্চা ১টি আসনে
৮:৩৬: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৪৫টি আসনে, বিজেপি ৪৮টি আসনে, সংযুক্ত মোর্চা ১টি আসনে
৮:৩৪: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৪৮টি আসনে, বিজেপি ৪০টি আসনে, সংযুক্ত মোর্চা ২টি আসনে
৮:৩৩: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৪৪ টি আসনে, বিজেপি ৪০ টি আসনে।
৮:৩১: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৪২ টি আসনে, বিজেপি ৩৯ টি আসনে।
৮:৩০: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৩৫ টি আসনে, বিজেপি ৩৭ টি আসনে।
৮:২৭: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৩৩ টি আসনে, বিজেপি ২৭ টি আসনে।
৮:২৫: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ২৭ টি আসনে, বিজেপি ২৬ টি আসনে।
৮:২২: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ২৩ টি আসনে, বিজেপি ১৬ টি আসনে।
৮:২০: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ২১ টি আসনে, বিজেপি ১৫ টি আসনে।
৮:১৯: সিউড়ি, মেমরি, দুবরাজপুর, মুরারই কেন্দ্রে এগিয়ে বিজেপি। হাসন কেন্দ্রে এগিয়ে সংযুক্ত মোর্চা।
৮:১৫: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ১০টি আসনে বিজেপি ৪টি আসনে।
৮.১০: পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় তৃণমূল এগিয়ে ৬ টি আসনে, বিজেপি ৩টি আসনে।
৮:০০ রাজ্যের ১০৯টি গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়ে গেল