একুশের জায়ান্ট কিলার হলেন কারা?
তাবড় তাবড় নেতাদের হারিয়ে এবার জায়েন্ট কিলারের খাতায় নাম লেখালেন অদিতি মুন্সি, মলয় মজুমদার, কল্যাণ ঘোষ, শঙ্কর ঘোষরা।
একইভাবে আজ থেকে বেশ কিছু বছর আগে সিপিআইএমের সোমনাথ চট্যোপাধ্যায়কে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে মনীষ গুপ্ত জায়েন্ট কিলারের খেতাব পড়েছিলেন।
রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি হারিয়েছেন বিজেপির দাপুটে নেতা শমীক ভট্টাচার্যকে। বিজেপির শঙ্কর ঘোষ শিলিগুড়ির দীর্ঘকালীন বাম দূর্গতে ভাঙন ধরিয়ে অশোক ভট্টাচার্যকে হারিয়েছেন। যাদবপুরের বামেদের শক্ত ঘাটিতেও এবার হামলা করে সুজন চক্রবর্তীকে হারিয়ে জিৎ হাসিল করেছেন মলয় মজুমদার।
ডোমজুরে একসময়ের তৃণমূলের মন্ত্রীসভার প্ৰাক্তন মন্ত্রী বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কল্যাণ ঘোষ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারী।
ডাবগ্রাম ফুলবাড়ীতে বিজেপির শিখা চ্যাটার্জির কাছে হেরে গেছেন গেছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। সিঙ্গুরে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হলেন বেচারাম মান্না।