কালীঘাটে সাংবাদিক বৈঠকে শান্তি বজায় রাখার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ‘হিংসা থেকে বিরত থাকতে হবে। কোভিড অতিমারীর সময় মানুষের পাশে থাকতে হবে। শান্ত থাকুন ,অভিযোগ থাকলে পুলিশের কাছে অভিযোগ জানান। শান্তি-শৃঙ্খলার দায়িত্ব পুলিশের।’
এও জানান আজ সন্ধে সাতটায় রাজভবনে যাবেন তিনি এবং রাজ্যপালের সাথে আইন শৃঙ্গলা নিয়ে কথা বলবেন।
এদিন তিনি বলেন, ‘বর্ধমানে তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি। কোচবিহারে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা।’
পক্ষপাতদুষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছেন। কয়েকজন পুলিশ বিজেপির হয়ে আসরে নেমেছিল। সেইসব পুলিশ অফিসার মনে করে ঠিক কাজ করেছে, আমি মনে করি না।’