মহিলা সমর্থকদের শ্লীলতাহানি করা হচ্ছে, বিজেপির দাবিকে ভুঁয়ো বলল রাজ্য পুলিশ
May 4, 2021 | < 1 min read
দাবি
বঙ্গ বিজেপির তরফ থেকে একটি দাবি করা হয়েছে যে বিজেপির দুই মহিলা পোল এজেন্টকে ধর্ষণ করেছে তৃণমূল সমর্থকরা। এছাড়াও বহু বিজেপি মহিলা সমর্থকদের শ্লীলতাহানি করা হয়েছে। এই খবরটি টুইট করেন এক জাতীয় সংবাদ মাধ্যমের সম্পাদক।
সত্যতা
বিজেপির এই দাবি ভুঁয়ো একথা টুইট করে জানাল পশ্চিমবঙ্গ পুলিশ। এইরকম কোন ঘটনা বাংলায় ঘটেনি বলে নিশ্চিত করে তারা।
অভিনব পথ বেছে নিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
#SamikBhattacharya #HaldiCeremony #BJP #MembershipDrive #Drishtibhongi
কালিয়াচকে ভুল তথ্য দিয়ে নিজের নাম আবাস তালিকায় নথিভুক্ত করার অভিযোগ উঠছে সিপিএম নেতার বিরুদ্ধে।
#CPIM #SandipLala #BanglarBari #WestBengal #Drishtibhongi
খবর পাওয়া যাচ্ছে, আজ দুপুর ১২টায় লোকসভায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।
#OneNationOneElection #Bill #Parliament #WinterSession2024 #Drishtibhongi
উদ্যোক্তারা স্পষ্ট জানিয়েছে, মেলায় যোগ দিতে আসার দরকার নেই।
#Bidhannagar #BidhannagarMela #BangladeshiBan #BoycottBangladesh #Drishtibhongi