তথ্য যাচাই বিভাগে ফিরে যান

মহিলা সমর্থকদের শ্লীলতাহানি করা হচ্ছে, বিজেপির দাবিকে ভুঁয়ো বলল রাজ্য পুলিশ

May 4, 2021 | < 1 min read

দাবি

বঙ্গ বিজেপির তরফ থেকে একটি দাবি করা হয়েছে যে বিজেপির দুই মহিলা পোল এজেন্টকে ধর্ষণ করেছে তৃণমূল সমর্থকরা। এছাড়াও বহু বিজেপি মহিলা সমর্থকদের শ্লীলতাহানি করা হয়েছে। এই খবরটি টুইট করেন এক জাতীয় সংবাদ মাধ্যমের সম্পাদক।

সত্যতা

বিজেপির এই দাবি ভুঁয়ো একথা টুইট করে জানাল পশ্চিমবঙ্গ পুলিশ। এইরকম কোন ঘটনা বাংলায় ঘটেনি বলে নিশ্চিত করে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rape, #Fact Check

আরো দেখুন