রাজ্যের সরকারি হাসপাতালে বসছে অক্সিজেন প্লান্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের কোভিড (Covid 19) পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ দিন রাজ্যবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। বলেন, ‘আগামী ১৫ দিন পরিস্থিতি আরও খারাপ হবে। ভয় দেখাচ্ছি না, সবাইকে সতর্ক করছি।’ রাজ্যবাসীর উদ্দেশে তাঁর আর্জি, ‘বাসে দয়া করে ভিড় করবেন না। একটু হয়তো বাড়তি অপেক্ষা করতে হবে। লোকাল ট্রেন বাতিলের ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন জানি, তাই রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে। বিনামূল্যে যাতে সবাই রেশন পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলাশাসকদের দেখতে বলেছি।’
রাজ্যে ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সেগুলি হল:
•করোনা মোকাবিলায় ১০৫ টি সরকারি হাসপাতাল সহ মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ জেলাস্তরেই হবে এর জন্য অনুমতি নিতে হবে না নবান্নের।
•ডায়মন্ডহারবার ও কোচবিহারে পিএসএ প্ল্যান্ট বসেছে।
•করোনা মোকাবিলায় নার্সিংহোম ও হাসপাতালে ৪০ শতাংশ বেড বাড়াতে অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে প্রায় ১০,০০০ বেড বাড়বে।
•জুট শিল্পে ১ শিফটে ৩০ শতাংশ কর্মী কাজ করবে।
•শিক্ষানবীশ ডাক্তার ও নার্সদের করোনা মোকাবিলায় কাজে লাগাবে সরকার। এর ফলে অতিরিক্ত ২ হাজার ডাক্তার এবং ২ হাজার নার্স পাবে রাজ্য।
•১ লক্ষ ৭০ হাজার কোয়াক ডাক্তারকে কাজে লাগবে রাজ্য।
মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে অনুরোধ করে বলেন, ‘ ভিড় এড়াতে নিজের এলাকায় নজর রাখুক পুজো কমিটিগুলি।’