মে মাসে ভারতে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে
দেশে করোনা ভাইরাসের তাণ্ডব বাড়ছে। তবে এখানেই শেষ নয়, আগামী সপ্তাহগুলিতে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। এমনই সতর্কবাণী শোনাল একগুচ্ছ সমীক্ষক সংস্থা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসের একটি দল আশঙ্কা করছে, আগামী ১১ জুনের মধ্যে দেশে মৃতের সংখ্যা পৌঁছতে পারে কমপক্ষে ৪ লক্ষ ৪ হাজার। অন্যদিকে, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেল্থ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী জুলাই মাসের শেষে মৃতের সংখ্যা বেড়ে ১ কোটি ১৮ হাজার ৮৭৯-তে পৌঁছবে।
বিশেষজ্ঞদের মতে, যেভাবে দেশে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে কোভিড-বিধি যথাযথভাবে পালন কার ছাড়া আর উপায় নেই। তা না হলে করোনায় মৃতের নিরিখে বিশ্বে প্রথম স্থান দখল করবে ভারত। বর্তমানে আমেরিকায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ৭৮ হাজার। গোটা বিশ্বে এটাই সর্বোচ্চ। বুধবার পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৮০ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দিল্লি, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে।