রাজ্য বিভাগে ফিরে যান

শপথ নিয়েই কোভিড মোকাবিলায় ঝাঁপালেন অদিতি

May 7, 2021 | < 1 min read

সঙ্গীতশিল্পী থেকে বিধায়ক পদে শপথ। অনুভুতি ভিন্ন স্বাদের হলেও এখন কোভিড মোকাবিলায় এলাকাবাসীর পাশে থাকাটাই প্রধান দায়িত্ব। বৃহস্পতিবার শপথগ্রহণের পর একথাই জানালেন প্রথমবারের বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)। বিন্দুমাত্র সময় নষ্ট করতে চান না তিনি। আগামী সপ্তাহেই বিধানসভা এলাকাতে সেফ হোম খুলতে চলেছেন অদিতি। এলাকাবাসীকে করোনার প্রকোপ থেকে মুক্ত করতে এবং সংক্রমণ রোধের দায়িত্বে পালনে যথাযথভাবে বিধায়কের চেয়ারটিকে কাজে লাগাতে চান এই জনপ্রিয় কীর্তনশিল্পী।

অদিতি জানিয়েছেন, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভিআইপি রোড সংলগ্ন এলাকায় একটি সেফ হোম চালু করা হবে। যেখানে প্রাথমিকভাবে ৫০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীকালে পরিস্থিতি বুঝে সংখ্যা বা‌ড়ানো হতে পারে বলেও দলীয় সূত্রে খবর। সদ্য বিধায়ক আরও বলেন, আগামী দিনে এলাকায় আরও সেফ হোম চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর। একইসঙ্গে, বিভিন্ন এলাকায় অক্সিজেন সরবরাহের কাজও শুরু করে দিয়েছেন তিনি। বললেন, এলাকাবাসীর পাশে আগেও আমি ছিলাম। তবে এখন দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তাই চিন্তাও বেড়েছে। কোভিডের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করার কাজও চলছে। আগামি রবিবারের মধ্যেই সেই নম্বর চালু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সঙ্গীতশিল্পী নাকি বিধায়ক, কোন পরিচয় বেশি পছন্দের? প্রশ্নের জবাবে অদিতির বক্তব্য, আমার জনপ্রিয়তা গানেই। তাই সারাজীবন এই পরিচয়টা আমার সঙ্গেই থাকবে। তবে এলাকার মানুষ আমায় সুযোগ দিয়েছেন গান ছাড়াও অন্যভাবে তাঁদের পাশে থাকার। সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Aditi Munshi

আরো দেখুন