একদিনেই হুইলচেয়ার ছেড়ে হাঁটতে শুরু করলেন মমতা? জানুন আসল সত্য
দাবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) শোচনীয় পরাজয়ের পর থেকেই সামাজিক মাধ্যম ভরে গেছে একাধিক ভাইরাল মেসেজে। অন্য জায়গায় হিংসার ছবি ও ভিডিও ভাইরাল করে দাবি করা হচ্ছে ঘটনাগুলি বাংলার। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়েও শুরু হয়েছে কুৎসা। একটি ভাইরাল ছবিতে দাবি করা হচ্ছে ১লা মেতেও হুইলচেয়ারে করে ঘুরছিলেন মমতা, কিন্তু নির্বাচনের ফল বেরোতেই হুইলচেয়ার ছেড়ে পায়ে হাঁটা শুরু করেছেন তিনি।
উল্লেখ্য, নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে ১০ মার্চ পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর প্রায় দু’মাস হুইলচেয়ারে করে জেলায় জেলায় প্রচার করেন তিনি। যদিও নির্বাচনের শেষ দিকের দফার প্রচারে তিনি জানিয়েছিলেন যে তাঁর পা অনেকটাই ঠিক হয়ে গেছে এবং শীঘ্রই তিনি হাঁটতে পারবেন।
সত্যতা
এই ছবিটি ভুয়ো। ১লা মে বলে যে ছবির কথা দাবি করা হচ্ছে, সেটি ১৪ মার্চের। এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৪ই মার্চ নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে তিনি একটি রোড শো করেন কলকাতায়। এরই সেই সময়কার ছবি। দ্বিতীয় ছবিটিও ২০২১ এর নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়কার প্রচারের ছবি এটি। গুগলে রিভার্স ইমেজ সার্চ করলেই দুটি ছবির আসল ‘সোর্স’ প্রমাণিত হয়।