বাংলাদেশের শিশুর পুরোনো ছবি বাংলার সন্ত্রাস বলে ছড়ালো বিজেপি
দাবি
সম্প্রতি একটি বাচ্চার ছবি বেশ ভাইরাল হয়। দেখা যায় বাচ্চাটির মাথা ফেটে সে হাসপাতালে ভর্তি। বেশ কিছু বিজেপি সমর্থক সামাজিক মাধ্যমে ওই ছবি ভাইরাল করে লেখেন, ‘মাননীয়া এই অবুঝ শিশুদেরও আপনি রাজনীতির শিকার বানাচ্ছেন! ছিঃ! লজ্জা হচ্ছে আপনাকে মাননীয়া বলতে। ইতিহাস কাউকে ক্ষমা করে না সাম্রাজ্য বাদের পতন ঘটে। ইতিহাস সাক্ষী ২০০ বছরের ইংরেজ শাসনেরও অবসান ঘটেছিল আর আপনি??
এক কথায় তারা দাবি করেন রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে জখম হয়েছে শিশুটি।
সত্যতা
শিশুটি আসলে বাংলাদেশী। তার সাথে পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই। মহিমা আখতার নামের শিশুটি বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় ২০১৯ সালে আহত হয়। শিশুটি ওই দুর্ঘটনায় বাবা মা- র থেকে আলাদা হয়ে যায়। তার পরিচয় জানতেই সামাজিক মাধ্যমে মহিমার ছবি শেয়ার করা হয়। আর সেই ছবিই বাংলার ভোট পরবর্তী সন্ত্রাসের বলে দাবি করছে বিজেপি সমর্থকরা।
সুতরাং ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের হাতে শিশু জখম হয়েছে দাবিটি ভুঁয়ো।