তথ্য যাচাই বিভাগে ফিরে যান

ব্রাজিলের ভিডিও বাংলার ভোট পরবর্তী সন্ত্রাস বলে প্রচার বিজেপির

May 7, 2021 | 2 min read

দাবি

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একদল লোক এক ব্যক্তিকে পিটিয়ে মারছে। ঘটনাটিকে বাংলায় হওয়া ভোট পরবর্তী সন্ত্রাস বলে দাবি করছেন বিজেপি সমর্থকরা।

উত্তরপ্রদেশের হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি চৌধুরী অমিত সিং ভিডিওটি টুইট করেন এবং অন্য একজনের জবান বন্দীতে লেখেন, ‘জয় শ্রী রাম বলার অপরাধে আমার স্বামীকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। এখন কোথায় হিন্দু! কোথায় বিজেপি বলতে বলতে খুন করে তাকে।’ ঘটনাটি রানাঘাটের এবং জবানবন্দীটি মৃত বিজেপি কর্মী উত্তম ঘোষের স্ত্রীর বলে দাবি করেন অমিত সিং।

ফেসবুকেও হিন্দিতে একই জবানবন্দী লিখে ওই ভিডিও শেয়ার হয়।

সত্যতা

ভিডিওটি আসলে ব্রাজিলের। ঘটনাটি ২০১৮ সালে ঘটে। জার্নাল ডি ব্রাজিলিয়া, আর৭- এ এই খুনের খবরও প্রকাশিত হয়।

পুলিশ দাবি করে ব্রাজিলিয়ান ওই কিশোরকে কুড়ুল, কুপরি এবং পাথর দিয়ে খুন করে কিছু লোক। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সুতরাং ব্রাজিলের ভিডিও বাংলার ভোট পরবর্তী সন্ত্রাস বলে প্রচার করছে বিজেপি সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Fake Video, #bjp

আরো দেখুন