রাজ্য বিভাগে ফিরে যান

পিএম কিষাণ প্রকল্পের টাকা কই? মোদীকে স্মরণ করালেন মমতা

May 7, 2021 | < 1 min read

ভোটে জেতার পর পিএম কিসান সম্মান যোজনায় বাংলার কৃষকদের বকেয়া ১৮ হাজার টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি দিয়ে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, সমস্ত কৃষকদের নামের তালিকা দেওয়া হয়েছে। তাড়াতাড়ি ওই টাকা পাঠানো হোক। 

বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন,”রাজ্যে ক্ষমতায় এসেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিসান সম্মান নিধি যোজনায় অনুমোদন দেওয়া হবে। সরকারি আধিকারিকরা নামের তালিকা তৈরি করুন।” সে কথা স্মরণ করিয়ে এ দিন মমতা বলেন,”আপনারা জানেন, ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভোটের পর অফিসাররা তৈরি থাকুন। কিসান কী যেন একটা যোজনা আছে! ১৮ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে। আমি চিঠি দিয়েছি। পোর্টালে তুলে দেওয়া হয়েছে কৃষকদের নাম। আশা করব। টাকাটা তাড়াতাড়ি দেওয়া হবে। পিএম কিসান যোজনায় ১৪.৯১ লক্ষ কৃষকদের নাম খতিয়ে দেখে তালিকা পাঠিয়ে দিয়েছি।”

কৃষকদের জন্য বাংলার সরকার কী করেছে, তার পরিসংখ্যানও মেলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ”কৃষকবন্ধু প্রকল্পে খরচ হয়েছে ৩৪৫৪ কোটি টাকা। ঋণ প্রকল্পে ২০,৬৭৮ পরিবার উপকৃত হয়েছে। বণ্টন করা হয়েছে ৪১৩ .৫৬ কোটি টাকা। আমরা জিতলে ৬ হাজারের জায়গায় ১০ হাজার করে দেব বলেছিলাম। কোভিড পরিস্থিতি কাটলে দুয়ারে রেশন ও মহিলাদের পেনশন প্রকল্পে অগ্রসর হব।” 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narendra Modi, #PM Kisan Samman Nidhi Scheme, #West Bengal

আরো দেখুন