← খেলা বিভাগে ফিরে যান
খেলার মাঠেও ফুটল ঘাসফুল! মনোজ, বিদেশ এবার বিধায়ক
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তার ঢেউয়ে ভর করে শিবপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেট তারকা কার্যত নিশ্চিতই ছিলেন জয়ের বিষয়ে। গণনা শেষে দেখা গেল ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী হয়েছেন মনোজ।
ক্রিকেটারের প্রধান প্রতিপক্ষ ছিলেন কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী। সংযুক্ত মোর্চার হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন ফরওয়ার্ড ব্লকের ডঃ জগন্নাথ ভট্টাচার্য। তবে ভোটের ফলাফলে দুজনেই অপ্রাসঙ্গিক হয়ে যান।
মনোজ তিওয়ারির (Manoj Tiwary) সঙ্গেই ঘাসফুলের জার্সিতে বাজিমাত করলেন বিদেশ বসু (Bidesh Bose)। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই জয়ী তৃণমূল প্রার্থী বিদেশ বসু। বিজেপি প্রার্থীকে হারান ১৭ হাজার ২১২ ভোটে।