বিধানসভায় আগাম রবীন্দ্র-জয়ন্তী পালন ইন্দ্রনীল-অদিতির গানে
আজ পঁচিশে বৈশাখ। কবিগুরুর জন্মদিন। তার ২৪ ঘণ্টা আগেই শনিবার সপ্তদশ বিধানসভার সূচনা পর্বে রবীন্দ্রনাথকে স্মরণ করা হল। জোড়াফুল শিবিরের দুই সঙ্গীতজ্ঞ-বিধায়ক ইন্দ্রনীল সেন ও অদিতি মুন্সি গাইলেন ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে….’। গান শুনে সদনে উপস্থিত সকলেই মুগ্ধ হলেন। এদিন অধ্যক্ষ নির্বাচনের জন্য নির্দিষ্ট সংক্ষিপ্ত অধিবেশন এভাবেই সাক্ষী থাকল এক বিরল পর্বের।
অধ্যক্ষ পদে নিজের নির্বাচন ও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের ভাষণ পর্ব মিটে গেলে বিমানবাবু রবিবার রবীন্দ্র জয়ন্তীর কথা স্মরণ করান সকল বিধায়ককে। বিধানসভার রুটিন অনুষ্ঠানের কথা জানানোর পাশাপাশি বিধায়কদের নিজেদের এলাকায় তা পালন করার আবেদন রাখেন তিনি। এরপরই তিনি ইন্দ্রনীল ও অদিতির কাছে অনুরোধ রাখেন কবিগুরুর লেখা ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে’ গানটি সবাইকে শোনানোর জন্য। কিন্তু দুই গায়ক-বিধায়কই গানটি তাঁদের তোলা নেই বলে জানান। এরপর ইন্দ্রনীল মুখ্যমন্ত্রীর খুব প্রিয় ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানটি শুরু করলে তাতে গলা মেলান অদিতি। মাস্কে মুখ ঢাকা থাকলেও গানের সঙ্গে কণ্ঠ মেলান মমতাও। গান শেষে বিধায়কদের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সদন।