রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাকসিন

May 9, 2021 | < 1 min read

রাজ্যজুড়ে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) হাহাকার চলছেই। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর। রাজ্যে এসে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিনের (Covaxin) ডোজ।

রবিবারের সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে।

সম্প্রতি রাজ্য সরকার কোভ্যাকসিন এবং কোভিশিল্ড (CoviShield) এই দু’ রকম ভ্যাকসিনের বরাত দেয়। যদিও ২ কোটি কোভাকসিন চাওয়া হয়েছিল রাজ্যের তরফে, আজ রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাকসিন ডোজ।

উল্লেখ্য, সারা ভারতের সমস্ত নাগরিক যাতে বিনামূল্যে ভ্যাকসিন পে, এই আবেদন করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এখন যে নিয়মে সারা দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তা বাতিল কর্তে, এবং ভ্যাকসিনের দামে সামঞ্জস্য নিয়ে আস্তে সুপ্রিম করতে মামলা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Covaxin, #COVID Second Wave, #covid sos

আরো দেখুন