কলকাতা বিভাগে ফিরে যান

রবীন্দ্র জয়ন্তীতেও রবীন্দ্রনাথকে অপমান দিলীপের, চাপে পড়ে পোস্ট বদল

May 9, 2021 | < 1 min read

আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে রবি স্মরণ। সকাল থেকে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী। কিন্তু তাল কাটল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি পোস্টে।

আজ নিজের সামাজিক মাধ্যমের পেজে দিলীপ ঘোষ রবীন্দ্রনাথকে নিয়ে একটি পোস্ট করেন। তাতে ‘সংকোচের বিহ্বলতা’ গানের একটি লাইন উদ্ধৃত করেন তিনি। যদিও একটি শব্দ ভুল লেখেন তাতে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন নেট নাগরিকরা। রবীন্দ্রনাথের অপমান মেনে নিতে পারেননি তারা। এই ভুল ইচ্ছাকৃত কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে।

শেষেমেশ চাপে পড়ে পোস্ট বদল করেন দিলীপ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলা সংস্কৃতিকে অপমান বিজেপি আগেও বহুবার করেছে। স্বয়ং দিলীপ ঘিষ বলেছিলেন বর্ণপরিচয় রবি ঠাকুরের লেখা। অমিত শাহ বলেছিলেন শান্তিনিকেতনে জন্ম রবীন্দ্রনাথের। বিজেপির বিরুদ্ধে বহিরাগতর যে তকমা লেগে গেছে, তা আবার প্রমাণিত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #rabindra jayanti

আরো দেখুন