চাপে পড়ে রাজ্যগুলিকে সরাসরি কোভিড-ত্রাণ সংগ্রহের অনুমোদন দিল কেন্দ্র
করোনা (Covid 19) মোকাবিলা সংক্রান্ত সাহায্য এবার থেকে সরাসরি আমদানি করতে পারবে রাজ্য সরকারগুলি। রাজ্যগুলিকে এমনই অনুমোদন দিল কেন্দ্র।
কেন্দ্রের নয়া আভ্যন্তরীণ গাইডলাইন অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেরাই কোভিড-ত্রাণ সংগ্রহ বা চিকিত্সা সরঞ্জাম ক্রয় করতে পারবে। এতদিন এই ক্ষমতা শুধু কেন্দ্রের ছিল। কেন্দ্র সেগুলি সংগ্রহের পর প্রয়োজনমাফিক রাজ্যগুলিকে সরবরাহ করত। তবে এবার থেকে রাজ্য সরকারগুলিই এই সিদ্ধান্ত নিতে পারবে।
কী বলা হয়েছে গাইডলাইনে?
‘কেন্দ্র এতদিন বিদেশ থেকে আগত কোভিড-ত্রাণ, বা ক্রয় করা সরঞ্জাম প্রয়োজনমাফিক রাজ্যগুলিকে বন্টন করছিল। এবার থেকে এ সংক্রান্ত কাজ করতে পারবে রাজ্যগুলি নিজেরাই। এর জন্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একজন নোডাল অফিসার নিয়োগ করবেন। তিনি এ সংক্রান্ত কো-অর্ডিনেশনের দায়িত্বে থাকবেন।’
বিদেশ থেকে আগত কোভিড-ত্রাণে কাস্টমস, IGST ইত্যাদি ক্ষেত্রে থাকবে ছাড়।
প্রসঙ্গত, গত সপ্তাহেই কেন্দ্রের করোনা ত্রাণ বন্টনের নীতি নিয়ে প্রশ্ন ওঠে একাধিক মহলে। প্রতিটি রাজ্যে সমবন্টন হচ্ছে না বলে অভিযোগও করেন বিরোধীরা। সেই সময়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়র তৈরী হচ্ছে বলেও জানান কেন্দ্রের আধিকারিকরা। কেন্দ্রের কাছে রাজ্যগুলির কোভিড ত্রাণ সংগ্রহ এবং ক্রয়ের প্রতিটি তথ্যও জমা থাকবে বলে জানানো হয়েছে।