রাজ্য বিভাগে ফিরে যান

তৃতীয় বারের জন্য সরকার গড়ে নিজের হাতেই একাধিক দপ্তর রাখলেন মমতা

May 10, 2021 | < 1 min read

তৃতীয় বারের জন্য সরকার গড়ে নিজের হাতেই একাধিক দপ্তর রাখলেন মুখ্যমন্ত্রী। সোমবার নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভা রাজভবনে শপথ নেয়। সেখান থেকে সোজা নবান্নে চলে আসেন মমতা। তারপরেই ঘোষণা করে দেওয়া হয় মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের দায়িত্ব। মমতার হাতে নতুন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক থাকছে।

শেষ দুই বারের মতো এ বারেও তিনি নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি দপ্তর। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকছে, প্রশাসন ও কর্মিবর্গ দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ও উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তর। এ ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে এবার থাকছে মমতার হাতে। গত মন্ত্রিসভায় এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। সেই দপ্তর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #new govt, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন