বিনোদন বিভাগে ফিরে যান

প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রয়াত ইউটিউবার

May 10, 2021 | < 1 min read

করোনা (COVID 19) আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সে প্রয়াত ইউটিউবার (Youtuber) এবং অভিনেতা রাহুল ভোরা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নেটমাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন তিনি।

শনিবার ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমিও যদি ভাল চিকিৎসা পেতাম, বেঁচে ফিরতে পারতাম’। পোস্টের শেষে যেন তিনি বিদায়বার্তা লিখে জানিয়েছিলেন, ‘খুব শীঘ্রই জন্ম নেব। অনেক ভাল ভাল কাজ করব। এখন যেন আর সাহস নেই আমার মধ্যে’। পোস্টের সঙ্গেই তাঁর সমস্ত তথ্য তিনি লিখে দিয়েছিলেন। কোন হাসপাতালে রয়েছেন। শয্যার নম্বর, বয়স, হাসপাতালের কত নম্বর তলা— সব লেখা তালিকা করে।

Mujhe bhi treatment acha mil jata, To main bhi bach jata tumhaara Irahul Vohra Name-Rahul Vohra Age -35 Hospital name…

Posted by Irahul Vohra on Saturday, 8 May 2021

সেই পোস্টেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে (Manish Sisodia) উল্লেখ করেছিলেন রাহুল।

রাজীব গাঁধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন রাহুল। সন্ধের পর অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লিতেই আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। রবিবার মৃত্যু হয় তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Youtuber, #Narendra Modi, #covid-19, #Covid Death, #Manish Sisodia

আরো দেখুন