কলকাতা বিভাগে ফিরে যান

এবার ‘এগিয়ে বাংলা’ পোর্টালেই মিলবে স্বাস্থ্য পরিষেবার যাবতীয় তথ্য

May 11, 2021 | < 1 min read

কোভিড রোগীদের বেড পেতে যাতে অসুবিধা না হয়, তার জন্য একটি পোর্টাল চালু করল নবান্ন। রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ (Egiye Bangla) ওয়েবসাইটে গিয়ে ওই পোর্টাল বা অ্যাপ খোলা যাবে। সোমবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, কোভিড মোকাবিলায় ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইসিএমএস নামে একটি পোর্টাল বা অ্যাপ তৈরি করা হয়েছে। ওই ওয়েবসাইট ছাড়াও মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে। যার মাধ্যমে কোন হাসপাতালে কত বেড রয়েছে, সেফ হোমের অবস্থা কী, সৎকার সম্পর্কে নানা তথ্য থাকবে। থাকবে নোডাল অফিসারের নাম ও মোবাইল নম্বর।

অক্সিজেন (Oxygen) সরবরাহ নিয়ে একটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে এদিন। যাতে যে-কোনও রোগী অক্সিজেনের খোঁজ পান। ১৪ হাজার ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারকে পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে এদিন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা প্রথম ডোজ পেয়েছেন, আগে তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেইমতো সরকারের পক্ষ থেকে ক্যালেন্ডারেরও প্রকাশ করা হবে। চাহিদা মতো ভ্যাকসিন এলে ১৮ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত সকলকে দেওয়া হবে। মাত্র এক লাখ ভ্যাকসিন এসেছে। তবে সিসিইউ, প্যারামেডিক টেকনিশিয়ানদের সরাসরি ‘ওয়াক ইন ইন্টারভিউ’ নেওয়া হবে বলে জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেসব ওষুধের অভাব দেখা দিচ্ছিল, তা কিছুটা মিটেছে। ওষুধের ব্যবস্থা করা গিয়েছে। ২২০০ ইন্টার্নকে কোভিড চিকিৎসার ডিউটি দেওয়া হচ্ছে। এমবিবিএস ছাত্রদেরও কোভিড চিকিৎসার কাজে লাগানো হবে। অ্যাম্বুলেন্স ও শববাহী যান সর্বত্র যাএত সহজলভ্য তারও ব্যবস্থা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Egiye Bangla

আরো দেখুন