রাজ্যে আজ থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ
সোমবার রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। একদিনে এই মৃতের সংখ্যা চলতি বছরে সর্বাধিক। এনিয়ে স্বাস্থ্যকর্তাদের দুশ্চিন্তার মধ্যেই সরকারিভাবে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে যাঁরা, তাঁদের টিকাকরণ (Vaccine)। রবিবার রাজ্যে আসে এক লক্ষ ডোজ টিকা এবং সোমবার আসে আরও সাড়ে তিন লক্ষ টিকা। সব মিলিয়ে এই সাড়ে চার লক্ষ টিকাকে হাতে রেখে শুরু হবে টিকাকরণের কাজ। তবে প্রথমেই কিছু বিশেষ পেশাভুক্ত মানুষকে টিকা দেওয়া হবে। যার মধ্যে রয়েছেন পরিবহণ কর্মী, সংবাদ মাধ্যমের কর্মী, হকারের মতো পেশার সঙ্গে যুক্ত মানুষ। ধাপে ধাপে এই টিকাকরণের সংখ্যা বাড়ানো হবে। মেডিক্যাল টেকনোলজিস্টদের অ্যাসোসিয়েশনের তরফে স্বাস্থ্যকর্মীদের পরিবারের টিকাকরণের জন্য আলাদা কাউন্টার করার দাবি জানানো হয়েছে।
এদিকে, হোম আইসলেশনে থাকা করোনা আক্রান্তদের স্টেরয়েড নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অন্যদের থেকে শুনে বিভ্রান্ত হয়ে হোম আইসলেশনে থাকা করোনা আক্রান্ত বহু রোগী নিজেরাই স্টেরয়েড নিতে শুরু করছেন। এতে তাঁদের শারীরিক ক্ষতি হচ্ছে। তাই এই স্টেরয়েড নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে বলে জানানো হয়েছে। জ্বর না কমলে বা কফ না কমলে তবেই নেওয়া যাবে স্টেরয়েড। সেটাও অত্যন্ত কম পরিমাণে এবং ইনহেলারের মাধ্যমে। এছাড়াও করোনা আক্রান্তদের জন্য আইভারমেক্টিন ওষুধ দেওয়া হচ্ছে। যা নিয়ে একটি সার্ভে রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, করোনা আক্রান্ত ছাড়াও যাঁরা আইভারমেক্টিন খান, তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।
এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন টুম্পা সোনা খ্যাত সুমনা দাস। পজিটিভ হওয়ার পরে এখন চিকিৎসকের পরামর্শ মতো চলছেন অভিনেত্রী। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।