রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আবহে নামাজ স্থগিত রাখল ঈদ উদযাপন কমিটি

May 11, 2021 | < 1 min read

দেশের পাশাপাশি করোনা (COVID19) সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যেও। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবারেও ঈদের (EID) নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটি।

প্রতিবছর উলুবেড়িয়া কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির উদ্যোগে ইসালে সওয়াব ময়দানে ঈদের নামাজ উদযাপিত হয়ে আসছে। গত বছর করোনা সংক্রমণের কারণে সেই নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিটি। আর এবারেও সেই একই সিদ্ধান্ত নেওয়া হল।

উলুবেড়িয়া কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন জানান, কমিটি এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সকলকে বাড়িতে বসেই নিজের মতো করে ঈদের খুশিতে সামিল হওয়ার আবেদন রেখেছ। তিনি জানান, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। মাইকিং করে স্থানীয়দের সচেতন করার কাজ শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Eid, #covid19

আরো দেখুন