তথ্য যাচাই বিভাগে ফিরে যান

নির্বাচন পরবর্তী হিংসায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ? জানুন আসল সত্য

May 11, 2021 | < 1 min read

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের কিছু জায়গা থেকে হিংসার খবর আসতে থাকে। দলমত নির্বিশেষে প্রাণ হারিয়েছেন বেশ কিছু মানুষ। কিন্তু এই নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিয়ে ভুয়ো খবরের রমরমা রচিত হয়েছে সামাজিক মাধ্যমে। বিজেপির তরফে ভুয়ো ছবি ও ভিডিওর মাধ্যমে নানা প্রচার করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলি তথ্য যাচাই আমরা করেছি ইতিমধ্যেই। রইল সেরকমই আরেকটি ঘটনা।

দাবি

একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু দুষ্কৃতীকে সুরক্ষা প্রদান করছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

সত্যতা

ছবিটি যদিও ভুয়ো নয়, কিন্তু ছবির সাথে করা দাবিটি মিথ্যা। এই ছবি ২০২১ এর নয়। বরং এটি ২০২০ সালের ছবি। কলকাতার নারকেলডাঙা থানার ঘটনা এটি। গতবছর এই এলাকায় সাম্প্রদায়িক অশান্তির আবহ তৈরি হওয়ায় সেখানে গেছিল কলকাতা পুলিশের একটি দল। মানুষের জমায়েতকে ছত্রভঙ্গ করতে পুলিশকে সাহায্য করছিলেন এই ব্যক্তিরা, যাদের ছবি ভাইরাল হয়েছে।

বিস্তারিত পড়ুন এখানে

TwitterFacebookWhatsAppEmailShare

#fake news alert, #bjp, #Fact Check

আরো দেখুন