কলকাতা বিভাগে ফিরে যান

‘দুয়ারে টেস্টিং’ নতুন নম্বর চালু পুরসভার

May 11, 2021 | < 1 min read

‘দুয়ারে টেস্টিং’ (Duare Testing) পরিষেবা চালু করল কলকাতা পুরসভা। গত শনিবার এই পরিষেবার কথা ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে ওই দিন যে ফোন নম্বর দেওয়া হয়েছিল তা বদল করা হয়েছে। নতুন নম্বর হল ৯৮৩০০৩৭৪৯৩। এটি খোদ মুখ্য প্রশাসকের হোয়াটসঅ্যাপ নম্বর।

কোনও বাড়ি বা ফ্ল্যাট কিংবা আবাসন কমিটি অনুরোধ করলে সেখানে গিয়ে করোনা (Covid 19) পরীক্ষা করানো হবে। তবে তার জন্য ওই ঠিকানায় ন্যূন্যতম ২০ জন আগ্রহী থাকা বাধ্যতামূলক। সঙ্গে থাকতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Testing, #KMC

আরো দেখুন