রাজ্য বিভাগে ফিরে যান

গণতন্ত্র নিয়ে সুজনের ব্যঙ্গ, পাল্টা কৃশানুর

May 11, 2021 | < 1 min read

দোসরা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় রয়েছে তৃণমূল (Tmc)। ৩ থেকে এক লাফে ৭৭ পেয়েছে বিজেপি (Bjp)। আর বামেদের ভাঁড়ার শূন্য। এই পরিস্থিতিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) একটি টুইট (Twit) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর সেই বিষয়টিকে কটাক্ষ করে টুইট করেন সুজন।

সুজনের এই পোস্টটিকে আক্রমণ করে পাল্টা টুইট করেন তৃণমূল নেতা কৃশানু মিত্র (Krishanu Mirta)। তিনি যাদবপুরের সিপিআইএম প্রার্থীকে ট্যাগ করে লেখেন, “আপনার দল সব আসনে হেরে শূন্য করেও নির্লজ্জের মতো গণতন্ত্র নিয়ে কপচাচ্ছেন। আপনার ব্যাখ্যা অনুযায়ী, ভোটের এবং গণতন্ত্রের নিরিখে জনগণ কিন্তু আপনাকে মন্তব্য করার অধিকারটুকুও দেয়নি। সুতরাং…”

নির্বাচনে এভাবে ভরাডুবি হওয়ার পর অনেকবার সিপিএম নেতাই দলের সমালোচনা করেছেন প্রকাশ্যে। জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব দিয়েছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুজনের ব্যঙ্গ এবং তার পাল্টা কটাক্ষ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sujan Chakraborty, #Krishanu Mitra

আরো দেখুন