‘টিকার জন্য জমি দিতে তৈরি বাংলা’, মমতার চিঠি মোদীকে
করোনা পরিস্থিতিতে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ভ্যাকসিন সংকট নিয়ে মোদীকে চিঠিতে মমতা লিখেছেন, ‘রাজ্যে ১০ কোটি মানুষের টিকার প্রয়োজন। সেখানে রাজ্যকে নামমাত্র ভ্যাকসিন দেওয়া হয়েছে।’ বিদেশি সংস্থাগুলিকে দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয় যাতে, সে বার্তাও উল্লেখ করেছেন চিঠিতে। পাশাপাশি মমতা লিখেছেন, বিদেশি বা দেশি সংস্থা দিয়ে করোনার টিকা উৎপাদন করতে চাইলে পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে প্রস্তুত। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আন্তর্জাতিক টিকা প্রস্তুতকারক সংস্থা চাইলে দেশের কোনও সংস্থাকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে টিকা করতে পারে, সেদিকে জোর দেওয়া উচিত।
উল্লেখ্য, এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছিলেন, বিনামূল্যে সবাইকে টিকা দিতে হবে। এজন্য টিকার জোগান বাড়ানোর কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা এও লিখেছেন, ‘২৪ ফেব্রুয়ারি টিকা কিনতে চেয়ে চিঠি দিয়েছিলাম। বিনামূল্যে রাজ্যবাসীর জন্য টিকাকরণ শুরু করতে চেয়েছিলান। কিন্তু, কোনও সাড়া পায়নি। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, টিকার ঘাটতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই ফের লিখছি।’ পাশাপাশি রেমডেসিভির, টোসিলিজুমারের মতো ওষুধের জোগান বাড়ানোর বিষয়েও চিঠিতে আলোকপাত করেছিলেন।
রাজ্যে আরও অক্সিজেনের প্রয়োজন, এই মর্মেও মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। চিঠিতে মমতা লিখেছিলেন, ‘বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়ছে। বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। যেখানে বাংলায় রোজ ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র ৩০৮ মেট্রিক টন অক্সিজেন মিলছে।