দেশ বিভাগে ফিরে যান

শোকের পরিবেশেও মিথ্যাচার, আত্মপ্রচারের চেষ্টা করছে কেন্দ্র, উঠলো অভিযোগ

May 12, 2021 | < 1 min read

করোনার প্রকোপে দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড দেশে। এমন পরিস্থিতিতে দেশের মানুষের কথা না ভেবে কেন্দ্র নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত বলে তোপ দাগলেন প্রশান্ত কিশোর। চারিদিকে শোকের পরিবেশ। এই অবস্থায় আশা জোগানোর নামে কেন্দ্র মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করলেন এই রাজনৈতিক কৌশলী।

বুধবার দেশে ৪ হাজার ২০৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। তা নিয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্র। বরং দৈনিক পরিসংখ্যান সামনে আসার পর সকালে পরীক্ষা বাড়ানোর কৃতিত্বই নেটমাধ্যমে তুলে ধরতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে। তাতে নেটাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

সরাসরি যদিও হর্ষ বর্ধনের নাম উল্লেখ করেননি প্রশান্ত। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর টুইটের পরই কোভিড পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে একহাত নেন তিনি। টুইটারে প্রশান্ত লেখেন, ‘গোটা দেশ যখন শোকস্তব্ধ, চারিদিকে যখন স্বজন হারানোর আর্তনাদ, সেই পরিস্থিতিতেও আশা জোগানোর নামে মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের’।

TwitterFacebookWhatsAppEmailShare

#prashant-kishore, #Modi, #covid 19, #COVID Second Wave

আরো দেখুন