কলকাতা বিভাগে ফিরে যান

গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভনকে আইনি নোটিস

May 12, 2021 | < 1 min read

গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস দিল তাঁর শ্যালক শুভাশিস দাসের সংস্থা। শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে শোভনকে ফ্ল্যাট ছাড়ার নোটিস পাঠিয়েছে রত্নার ভাইয়ের সংস্থা।

২০১৭-র জুলাই মাস থেকে গোলপার্কের ওই ফ্ল্যাটে আছেন কলকাতার প্রাক্তন মেয়র। প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিস পাঠানো হয়েছে বলে স্ত্রী-শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন শোভন।

রত্না চট্টোপাধ্যায় কোন অধিকারে বেহালার বাড়িতে আছেন? এই প্রশ্ন তোলার পাশাপাশি আইনি পথে জবাব দেওয়ার কথা জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sovon Chatterjee, #legal notice, #flat, #golpark

আরো দেখুন