রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের সমালোচনা অর্জুনের মুখে, জল্পনা

May 13, 2021 | < 1 min read

“কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখাচ্ছে। কাজের কাজ কিছুই করছে না।” বিস্ফোরক মন্তব্য বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। বিজেপি (BJP) সাংসদের মুখে কেন্দ্রীয় সরকারি নীতির এ হেন সমালোচনায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। সিআইএসএফের প্রহরা থাকার সত্ত্বেও কীভাবে সাংসদের বাড়ির সামনে বোমাবাজি হল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

বুধবার রাতেও জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। রাত ২ টোর সময়ে আচমকাই দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়ে। গোটা পাড়া আতঙ্কিত হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন অর্জুন সিং। পুলিশ তদন্ত শুরু করে।

এদিন সকালে তদন্তকারীরা এলাকা পরিদর্শন করে যান। সে সময় পুলিশের সামনেই অর্জুন সিং (Arjun Singh) অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। এরপরই ক্ষুব্ধ অর্জুনের মুখে বিস্ফোরক কথা। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না! এদিকে দলীয় কর্মীরা ঘর ছাড়া হচ্ছে ,তাদের বাড়ি লুঠপাট হয়ে যাচ্ছে। তাদেরকে মারধর করা হচ্ছে। বাংলার অবস্থা আবার ১৯৪৭ হতে চলেছে’।

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন অর্জুন সিং। বাড়ির সামনে সিআইএসএফের প্রহরা থাকা সত্ত্বেও কীভাবে বোমাবাজি হল, কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তার ভূমিকা কী তাহলে? প্রশ্ন তুলেছেন খোদ সাংসদই।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Arjun singh

আরো দেখুন