বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা, উদ্বেগ
করোনা (COVID19) মহামারীর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের হানা অব্যাহত। বুধবারই মহারাষ্ট্রের থানে জেলায় মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে (black fungus) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও দু’জন। মহারাষ্ট্রে দু’হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। এই ফাঙ্গাসে আক্রান্তদের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও এই ছত্রাকের সংক্রমণ ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জয়পুরে ১৪ জন, দিল্লি-উত্তরপ্রদেশে পাঁচজন, ওড়িশায় একজন এবং রাঁচিতে দু’জনের শরীরের এই ছত্রাকের উপস্থিতি ধরা পড়েছে।
মধ্যপ্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন। তাঁদের মধ্যে ভোপালে আক্রান্ত সাতজন। চিকিৎসকদের দাবি, মধ্যপ্রদেশে আক্রান্তদের মস্তিষ্ক বিকল হয়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আক্রান্তের চিকিৎসা করতে রাজ্যের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্কিন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। গুজরাতেও ১০০ জনের বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। রাজ্যের হাসপাতালগুলিকে পৃথক ওয়ার্ড চালু করে আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। এই ছত্রাকে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, রক্তবমি, চোয়াল ফুলে যাওয়া, নাক বন্ধ, চোখ লাল হয়ে যাওয়ার মতো একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। আইসিএমআরের তরফে সতর্ক করা হয়েছে, যাঁদের মাত্রাতিরিক্ত ডায়াবেটিস রয়েছে মূলত তাঁদের এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।