রাজ্য বিভাগে ফিরে যান

আজও বজ্র-বিদ্যুত-সহ প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে

May 13, 2021 | 2 min read

 *রাজ্যে আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। বৃষ্টির জেরে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। ফাইল ছবি।

রাজ্যে আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। বৃষ্টির জেরে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। ফাইল ছবি।

 *কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বুধবারে বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একধাক্কায় ৪ ডিগ্রি নেমে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বুধবারে বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একধাক্কায় ৪ ডিগ্রি নেমে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।

 *বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৬ শতাংশ। গত দু'দিন বৃষ্টি হয়েছে যথাক্রমে ১০২ মিলিমিটার ও ২৫ মিলিমিটার। ফাইল ছবি।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৬ শতাংশ। গত দু’দিন বৃষ্টি হয়েছে যথাক্রমে ১০২ মিলিমিটার ও ২৫ মিলিমিটার। ফাইল ছবি।

 *আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা প্রভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। পঞ্জাব থেকে উত্তরবঙ্গের সিকিম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে রাজ্যে। ফাইল ছবি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা প্রভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। পঞ্জাব থেকে উত্তরবঙ্গের সিকিম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে রাজ্যে। ফাইল ছবি।

 *আজও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, উত্তর ও দক্ষিন ২৪ পরগণায়।সঙ্গে থাকবে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। ফাইল ছবি।

আজও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, উত্তর ও দক্ষিন ২৪ পরগণায়।সঙ্গে থাকবে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। ফাইল ছবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Rain

আরো দেখুন