বাংলার অশান্তির বদলা নিচ্ছে হিন্দুরা? জানুন আসল সত্য
দাবি
সম্প্রতি বিজেপি সমর্থকরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও কোলাজ শেয়ার করছেন। দাবি করা হচ্ছে বাংলায় তৃণমূল সরকার তৃতীয়বারের জন্যে ক্ষমতায় আসার পর জায়গায় জায়গায় আক্রান্ত হয়েছে হিন্দুরা। আর এখন সেই হিংসার বদলা নেওয়া শুরু করেছে হিন্দুরা।
সাবর্ণ আর্মি বলে এক ফেসবুক পেজ এই ভিডিও শেয়ার করার পর প্রায় ৫ লক্ষ মানুষ দেখেছেন সেটি।
বিজেপি এসসি মোর্চার রাজ্যস্তরের নেতা আকাশ খাটিক টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।
এছাড়াও বহু বিজেপি সমর্থক একই ভিডিও পোস্ট করেন।
সত্যতা
যে ভিডিও ক্লিপগুলির কোলাজ শেয়ার করা হয়েছে, সেগুলো পুরোনো এবং একটার সাথে অন্যটার কোনও সম্পর্ক নেই।
ক্লিপ ১
প্রথম ক্লিপটি পাঞ্জাবের ঘটনা। শিব সেনা কর্মীদের সাথে মুসলমানদের সংঘর্ষের ঘটনা। ২০১৭ সালে ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয়।
ক্লিপ ২
অন্য ভিডিওতে দেখা যায় একদল মানুষ মসজিদে পাথর ছুঁড়ছেন। এই ভিডিওটি ফেসবুকে ২০১৫ সালে আপলোড করা হয়। যিনি আপলোড করেছিলেন তার দাবি ঘটনাটি উত্তরপ্রদেশের কারোলির।
ক্লিপ ৩
এই ক্লিপটি ২০১৯- এ সংবাদ মাধ্যমগুলিতেও সম্প্রচার করা হয়েছিল। গুরুগ্রামে এক মুসলম্যান পরিবারের বাড়িতে ঢুকে আক্রমণ চালায় একদল মানুষ। এমনকি তাদের পাকিস্তান চলে যেতে হুমকিও দিয়েছিল ওই দল।
এই তিনটে ক্লিপ থেকে এটা স্পষ্ট যে অন্য জায়গার ঘটনাকে বাংলার সাম্প্রদায়িক অশান্তি বলে মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি।