রাজ্য বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত মুকুল রায়, স্ত্রীকে ভর্তি করতে হল নার্সিংহোমে

May 14, 2021 | < 1 min read

বিধানসভা নির্বাচনের সময় থেকেই দেখা যাচ্ছে, কোনও প্রার্থী করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন আবার কোনও প্রার্থী করোনাভাইরাসে (Covid 19) আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। যার জন্য বেশ কয়েকটি আসনে উপনির্বাচন হবে। তবে নির্বাচন মিটলেও করোনাভাইরাসের প্রকোপ কাটেনি। বরং বেড়েছে। এবার সেই প্রকোপে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। জয়ী হওয়ার পর বিধায়ক হিসেবে শপথ নিতে তিনি এসেছিলেন বিধানসভায়। এবার করোনায় আক্রান্ত হলেন মুকুল রায়।

তিনি নিজে অসুস্থ বলে দায়িত্ব নেননি রাজ্যের বিরোধী দলনেতার। তখন অবশ্য বোঝা যায়নি তিনি কতটা অসুস্থ। এবার জানা গিয়েছে, বাড়িতেই আছেন মুকুল রায়। তাঁর বাড়াবাড়ি না হলেও স্ত্রী’র অসুস্থতা বেড়ে যাওয়ায় নাসিংহোমে ভর্তি করতে হয়েছে। উপসর্গ দেখা দিতেই করোনা পরীক্ষা করান তিনি। এরপর রিপোর্ট পজিটিভ আসতেই বাড়িতে নিজেকে আইসোলেশনে রেখেছেন মুকুল রায়।

উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল রায় (Mukul Roy)। বাইপাসের ধারের একটি হাসপাতালে অস্ত্রোপচারও হয় তাঁর। বিধানসভা নির্বাচন চলাকালীন একাধিক বিজেপি–তৃণমূল কংগ্রেস দুই দলেরই প্রার্থীদের করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছে। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসিত হালদার, করিমপুরের বিজেপি প্রার্থী আক্রান্ত হন করোনাভাইরাসে। আবার বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্রও আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক ঘরবন্দি ছিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা করোনা আক্রা্ন্ত হয়ে মারা যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy, #Home Iisolation, #covid-19

আরো দেখুন