কেন্দ্রের ভ্যাক্সিন কলার টিউন – তোপ দাগল দিল্লি হাইকোর্ট
ফোন করলেই বেজে চলেছে একই কলার টিউন (Dialer Tune)। সেখানে কেন্দ্রের তরফে টিকা নেওয়ার আর্জি জানানো হচ্ছে। যদিও এই ইস্যুতে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) কড়া সমালোচনা মুখে পড়তে হল নরেন্দ্র মোদি সরকারকে। বৃহস্পতিবার আদালতের কটাক্ষ, ‘বিরক্তিকর’ মেসেজ বেজেই চলেছে। যখন পর্যাপ্ত টিকাই হাতে নেই, তখন আর কতদিন এইভাবে টিকা নেওয়ার আবেদন চলতে থাকবে, তা আমরা জানি না। আপনারা টিকাকরণ করতেই পারছেন না। তা সত্ত্বেও বলে চলেছেন, টিকা নিন। টিকাই যখন নেই, তখন টিকা কে নেবে? এরকম বার্তা দেওয়ার যৌক্তিকতা কোথায়? বিচারপতি বিপিন সাংভি ও রেখা পল্লির বেঞ্চ এদিনে একথা বলে। দিল্লি হাইকোর্টের আরও বক্তব্য, সবাইকে টিকা দেওয়া উচিত কেন্দ্রের। টাকা নিয়ে হলেও টিকা (Covid Vaccine) দেওয়া উচিত। এমনকী বাচ্চারাও এখন এই কথাটাই বলছে। কলার টিউনে একই মেসেজ না চালিয়ে নতুন নতুন বার্তা ব্যবহার করা উচিত। কেন্দ্রকে আরও সৃষ্টিশীল হতে হবে।
ভ্যাকসিনের জন্য হাহাকার চলছে গোটা দেশেই। বারবার আদালতের তোপের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কাঠগড়ায় নরেন্দ্র মোদি সরকারের নীতি। সরকারকে যে প্রবল চাপের মুখে পড়েছে, তা কেন্দ্রীয় মন্ত্রীদের কথাতেও ধরা পড়ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় রসায়ন ও সারমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া বলেন, কোর্টের নির্দেশ মতো ভ্যাকসিন তৈরি করা না গেলে কি সরকারি লোকজনের গলায় দড়ি দেওয়া উচিত? বেঙ্গালুরুতে গৌড়া বলেন, সঠিক উদ্দেশ্যেই আদালত বলছে দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়া উচিত। আমি আপনাদের কাছে জানতে চাই, আদালতের নির্দেশ মেনে এখনও যদি পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি করা না যায়, তাহলে কি আমাদের গলায় দড়ি দেওয়া উচিত?