একটি ফুসফুস থাকা সত্ত্বেও করোনা জয় করে তাক লাগলেন এই নার্স
ছোটবেলায় দুর্ঘটনার পর অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছিল একটি ফুসফুস। দেহে একটি মাত্র ফুসফুস নিয়েই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নার্স প্রফুলিত প্যাটেল। কঠিন এই লড়াইয়ে তাঁর অন্যতম হাতিয়ার ছিল যোগা, প্রাণায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।
নাম প্রফুলিত পিটার। ছোটবেলায় দুর্ঘটনার জেরে একটি ফুসফুস হারিয়েছিলেন প্রফুলিত। কিন্তু সেই ঘটনা জানতেনই না ৩৯ বছর বয়সি ওই নার্স। ২০১৪ সালে বুকের এক্সরে করতে গিয়ে তিনি জানতে পারেন ওই তথ্য। মধ্যপ্রদেশের টিকামগড় সিভিল হাসপাতাল কোভিড ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন তিনি। সেই সময় করোনায় সংক্রামিত হন। রিপোর্ট পজিটিভ আসার পর আত্মীয় ও পরিজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। তখন সবার মনেই আশঙ্কা, মাত্র একটি ফুসফুস নিয়ে কীভাবে এই কঠিন লড়াইয়ে জয়ী হবেন পিটার! কিন্তু সাহস হারাননি ৩৮ বছর বয়সি এই নার্স। নিজেকে হোম আইসোলেশনে রাখেন। সৌভাগ্যবশত করোনা টিকার দু’টি ডোজই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল। হোম আইসোলেশনে থেকেই মাত্র ১৪ দিনে করোনাকে হারিয়ে দেন তিনি। সেরে ওঠার পর পিটার বলেন, একটি মুহূর্তের জন্যও সাহস হারাইনি। হোম আইসোলেশনে প্রতিদিন নিয়ম করে যোগা, প্রাণায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেছি। ফুসফুসকে সক্রিয় রাখতে মুখ দিয়ে বেলুন ফোলাতাম।