বাংলায় সম্পূর্ণ লকডাউন ১৬-৩০ মে
রাজ্যে আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত দুসপ্তাহের জন্য লকডাউন। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা অবধি। মিষ্টির দোকান ১০টা থেকে ৫টা অবধি। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে।
৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা থাকবে। ব্যাঙ্ক সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে। সবধরণের জমায়েত বন্ধ থাকবে। বন্ধ থাকছে অটো বা ট্যাক্সিও। বিয়েবাড়িতে ৫০ জন ও সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে সব লোকাল ট্রেন ও মেট্রো।
এ দিন রাজ্য সরকার যে ঘোষণা করেছে, সেই অনুযায়ী, স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মতো জরুরি পরিষেবা প্রদানকারী পরিষেবাই একমাত্র চালু থাকবে।
বন্ধ থাকবে শপিং মল, শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুলও। রাজ্য সরকার আরও জানিয়েছে, সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। রাজ্য সরকার আরও জানিয়েছে, সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন না।
হোটেল, রেস্তরাঁ আগের মতোই বন্ধ থাকবে। তবে খাবার এবং পণ্য বাড়িতে সরবরাহ করা যাবে।
এছাড়াও, জুট মিল চলবে ৩০% লোক নিয়ে।
লকডাউনের আওতায় থাকছেনা মিডিয়া, টেলিকম ব্যবস্থা ও সাফাইব্যবস্থা।