করোনায় সুস্থতার হারে প্রথম দশে মমতার বাংলা
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রোজই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ রূপ বদলে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নিয়েছে মারণ ভাইরাসটি। তবে শুক্রবার থেকেই কিছুটা হলেও স্বস্তির চিত্র দেখা যাচ্ছে ভারতের করোনা-গ্রাফে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে দেশে ৩,৪৩,১৪৪ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। তেমনই কোভিড-মুক্ত হয়েছিলেন ৩,৪৪,৭৭৬ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় বেশি। আবার সুস্থতার হারও ৮৩.৫০ শতাংশে পৌঁছেছে।
যে ১০টি রাজ্য থেকে ৭১.১৬ শতাংশ করোনা রোগীর সুস্থতার খবর এসেছে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, বাংলা, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, দিল্লীর মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, যেগুলি ক’দিন আগেও সংক্রমণের নিরিখে প্রথম দিকে ছিল। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ একধাক্কায় অনেকটা কমে ৩৯,৯২৩-এ নেমেছিল গতকাল। দৈনিক সুস্থতা বেড়ে হয়েছিল ৫৩,২৪৯। আশার খবর এসেছিল রাজধানী দিল্লী থেকেও। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮,৫০০ জন। এমনকী দিল্লীর পজিটিভিটি রেটও কমে ১২ শতাংশে নেমেছে গতকাল। আশার আলো দেখা গিয়েছে বাংলার কোভিড পরিসংখ্যানেও।