রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে এল আরও ৭৫ হাজার কোভ্যাক্সিনের ডোজ, কাল যাবে টিকাকেন্দ্রে

May 15, 2021 | < 1 min read

ভ্যাকসিন সঙ্কটের মাঝেই কিছুটা স্বস্তি। রাজ্যে এল কোভ্যাক্সিনের আরও ৭৫ হাজার ডোজ। শনিবার সকাল আটটা নাগাদ হায়দ্রাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে ভ্যাকসিন নিয়ে নামে এয়ার ইন্ডিয়ার বিমান। সেখান থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয়েছে কোভ্যাক্সিন। গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন এ রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

উল্লেখ্য কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল রাজ্য সরকার। গত রবিবার সেই বরাত থেকেই ১ লক্ষ কোভ্যাক্সিন পাঠানো হয়। আজ ফের ৭৫ হাজার ডোজ এল। কাল থেকেই বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে পাঠানো হবে টিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid vaccine, #COVID Second Wave, #vaccination centre, #Covaxin

আরো দেখুন