রেড ভলান্টিয়ার্সরা শুধু ফেসবুকেই? করোনাকালে ‘সবুজ সঙ্গী’রাই মানুষের পাশে, উঠছে প্রশ্ন
এবারের বিধানসভা ভোটে সবুজ ঝড়ে কার্যত বেসামাল অবস্থা বাম শিবিরের। যে তরুণ ব্রিগেড এবার দাগ কেটেছিল প্রচারে তাঁরা সব গেলেন কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন বঙ্গবাসী। এসবের মধ্যেই নতুন করে সামনে আসতে থাকে রেড ভলান্টিয়ার্সদের কথা। অতিমারি পরিস্থিতি রণে, বনে, জলে, জঙ্গলে তাঁরাই নাকি মানুষের পাশে থাকছেন। সবুজ বাংলায় এমনটাই উঠে আসছিল বহুজনের চর্চায়। এবার এই সংকটের দিনে রেড ভলান্টিয়ার্সদের উপস্থিতিকে নস্যাৎ করে ঘাসফুল শিবিরের দাবি, কোথায় রেড ভলান্টিয়ার্স? ওরা তো শুধু সোশ্যাল মিডিয়ায় থাকন। সবুজ সঙ্গীরাই তো আসল কাজ করছেন। মানুষের বিপদে, আপদে ছুটে যাচ্ছেন তো তাঁরাই।
কিন্তু কারা এই সবুজ সঙ্গী? সূত্রের খবর, করোনা সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূলের ছাতার তলাতে তৈরি হয়েছে এই সবুজ সঙ্গী।বলা যেতে পারে রেড ভলান্টিয়ার্সদের পাল্টা সংগঠন। করোনা আক্রান্তের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা, সংক্রামিত পরিবারের পাশে সবরকমভাবে দাঁড়ানো, পরস্পরের মধ্যে হোয়াটস অ্যাপের মাধ্যমে সমণ্বয় রক্ষা করা এসব কাজই করছেন সবুজ সঙ্গীরা।
যুব তৃণমূল নেতৃত্বের দাবি, ‘২০২০ থেকেই বাংলার বুকে মানুষের বিপদে, আপদে নিরসল পরিশ্রম করে চলেছেন সবুজ সঙ্গীর সদস্যরা। আর সিপিএমের রেড ভলান্টিয়ার্সদের তো বাস্তবের মাটিতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওদের অস্তিত্ব শুধু ফেসবুকে।’ আর বিপন্ন সাধারণ মানুষ বলছেন, ‘সমাজসেবার প্রতিযোগিতায় যদি বিপন্ন মানুষের এতটুকু উপকারও হয় তবে ক্ষতি কিসের। তবে করোনা রোগীকে নিয়ে দুপক্ষের মধ্যে টানাটানি না হলেই হল। ’