রাজ্য বিভাগে ফিরে যান

হকার থেকে সাংবাদিক, সরকারের নতুন নীতিতে ভ্যাকসিন পাবেন অনেকেই

May 15, 2021 | < 1 min read

হকার, রেশন ডিলার, সবজি বিক্রেতা আর যেসব মানুষ নিত্য দিন অন্য মানুষদের সংস্পর্শে আসেন এবং কোভিড ছড়াতে পারেন, তাদেরকে ভ্যাকসিন দেবার নতুন নীতি আনল রাজ্য সরকার।

এই মুহূর্তে যখন ভ্যাকসিনের অকাল চলছে, তখন রাজ্যের ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এক্সিকিউটিভ কমিটি নতুন নীতি আনলো। এখন মূলত দুই ভাবে চলবে ভ্যাকসিন দেওয়া। সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ চালাবে রাজ্য সরকারের স্বাস্থ দপ্তরের অন্তর্গত হাসপাতালগুলো।

এর পাশাপাশি, যেসব মানুশ সুপার স্প্রেডারের ভূমিকা নিতে পারেন, কেননা তারা রোজ কর্মসূত্রে বহু মানুষের সংস্পর্শে আসেন, তাদের ভ্যাকসিন দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলাশাসকের সংযোগে।

কারা পাবেন এই ভ্যাকসিন? পাবেন সেইসব সরকারি কর্মচারী ও শিক্ষকরা যারা ভোট প্রক্রিয়ার সময় ভ্যাকসিন পাননি। পাবেন রেশন ডিলার, কেরোসিন ও রানার গ্যাসের ডিলার এবং পেট্রো পাম্পের কর্মচারীরা। এছাড়াও ভ্যাকসিন পাবেন ট্যাক্সি, এই, টোটো ও রিক্সাচালকরা।

এই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হবে সাংবাদিকদের, উকিলদের, মুহুরী, ক্লার্ক ও আদালতের কর্মচারীদের, যৌনকর্মী ও বৃহন্নলাদের। ভ্যাকসিন পাবেন খবরের কাগজ ও অন্যান্য হকাররা, বাজারের সবজি, ও মাছ ইত্যাদি বিক্রেতারা, মুদি খানার দোকানদাররা, কোভিড সংক্রমণের বিরুদ্ধে কাজ করা সমাজসেবীরা এবং জেলখানার কয়েদিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#hawkers, #media, #Vaccination policy, #West Bengal

আরো দেখুন