আজ থেকে বদলে যাবে হোয়াটস্যাপ, জেনে নিন কেন
চলতি বছরের শুরু থেকেই ‘বিতর্কিত’ প্রাইভেসি পলিসি নিয়ে কাঠগড়ায় হোয়াটস্যাপ । নতুন প্রাইভেসি পলিসি সম্পর্কে ধোঁয়াশা থাকার কারণে অনেকেই হোয়াটস্যাপ ছেড়ে Telegram, Signal-এর মতো মেসেজিং অ্যাপ ব্যবহার শুরু করেছেন। যে সংখ্যাটা সবথেকে বেশি নজরে এসেছে ভারতে। শেষমেশ বিতর্কের মুখে প্রাইভেসি পলিসি লাগু করার সময়সীমা পিছিয়ে দিয়েছিল হোয়াটস্যাপ ।
হোয়াটস্যাপ প্রথমে 8 ফেব্রুয়ারি নতুন প্রাইভেসি পলিসি লাগু করার দিনক্ষণ ঘোষণা করেছিল। তার পরই বিশ্বব্যাপী ইউজারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ‘বিতর্কিত’ সেই WhatsApp Privacy Policy-র ডেডলাইন ১৫ মে করে দেওয়া হয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষের তরফে। যদিও কয়েকদিন আগেই এই প্রাইভেসি পলিসির সময়সীমা পাকাপাকিভাবে বাতিল করেছিল হোয়াটস্যাপ । এই কারণেই ১৫ মে থেকে নতুন প্রাইভেসি পলিসি লাগু হলেও তা মেনে নেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু আপনি যদি হোয়াটস্যাপ -এর এই Privacy Policy স্বীকার না করেন, তাহলে অনেক ফিচার্সই পাবেন না।
দেখতে দেখতে সেই ১৫মে চলে এল। রাত পোহালেই লাগু হতে চলেছে হোয়াটস্যাপ-এর আপডেটেড প্রাইভেসি পলিসি। আপনি চাইলে হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি পলিসি স্বীকার না-ও করতে পারেন। অর্থাৎ বাধ্যতামূলক নয়। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফিচার্সই আপনি পাবেন না। প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করলে কী হবে, আর না করলেই বা কী হবে, হোয়াটস্যাপ -এর এই ‘বিতর্কিত’ প্রাইভেসি পলিসি সম্পর্কে 5 পয়েন্টে সব তথ্য জেনে নিন।
১) আগে হোয়াটস্যাপ জানিয়েছিল যে, ১৫ মে-র মধ্যে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হচ্ছে না। কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করেও ১৫ মে-র পরে ইউজারেরা নিজেদের হোয়াটস্যাপ অ্যাকাউন্ট স্বমহিমায় চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে, কোনও অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।
২) তবে, প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে হোয়াটস্যাপ -এর বিভিন্ন ফিচার থেকে বঞ্চিত থাকতে হবে গ্রাহককে। অ্যাকাউন্ট ডিলিট না করলেও বিভিন্ন ফিচারে সীমাবদ্ধতা আসবে। তাই জোর না করে, গ্রাহকদের একপ্রকার প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করতে বাধ্য করছে হোয়াটস্যাপ ।
৩) এছাড়াও FAQ পেজ আপডেট করেছে হোয়াটস্যাপ । সেখানে জানানো হয়েছে, যে সব গ্রাহক নতুন প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করবেন না, তাঁদের ফোনে নিয়মিত নতুন প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করার জন্য নোটিফিকেশন পাঠানো হবে। কয়েক সপ্তাহ ধরে নোটিফিকেশন পাঠানোর পরেও তা অ্যাকসেপ্ট না করলে, গ্রাহককে একাধিক হোয়াটস্যাপ ফিচার ব্যবহার থেকে বঞ্চিত করবে কোম্পানিটি।
৪) এখন প্রশ্ন হচ্ছে, Privacy Policy অ্যাকসেপ্ট না করলে গ্রাহকেরা কোন কোন ফিচার্স পাবেন না? শুরুতেই গ্রাহকের চ্যাট লিস্ট বন্ধ করে দেওয়া হবে। যদিও ইনকামিং ভয়েস ও ভিডিও কল করা যাবে। নোটিফিকেশন অন থাকলেও, কোনও মেসেজের রিপ্লাই দেওয়া যাবে। অর্থাৎ, আপনি দেখতে পাচ্ছেন যে, আপনার ফোনে হোয়াটস্যাপ নোটিফিকেশন এসেছে, কিন্তু আপনি সেটি খুলে দেখতে পাবেন না। এছাড়াও নোটিফিকেশন এনাবল করা থাকলেই তবে কোনও মিসড কল এলে, কল ব্যাক করা যাবে নোটিফিকেশন থেকেই।
৫) এর সঙ্গেই একাধিকবার প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করার জন্য নোটিফিকেশনও পাঠাতে থাকবে হোয়াটস্যাপ । এর পরেও তা অ্যাকসেপ্ট না করলে ভয়েস ও ভিডিও কল ফিচার বন্ধ করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে হয় আপনাকে হোয়াটস্যাপ Privacy Policy একপ্রকার বাধ্য হয়েই অ্যাকসেপ্ট করতে হবে, অথবা অন্য মেসেজিং অ্যাপ ব্যবহার শুরু করতে হবে।