দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আরামবাগে রাজ্যপালের বিরুদ্ধে সত্যাগ্রহ তৃণমূলের

May 16, 2021 | < 1 min read

রাজ্যপালের পদত্যাগের দাবি তুলে আরামবাগে সত্যাগ্ৰহ (Satyagraha) আন্দোলনে নামল তৃণমূল (Trinamool) নেতৃত্ব। গান্ধীবাদী নেতা প্রফুল্লচন্দ্র সেনের মূর্তির পাদদেশে শনিবার সত্যাগ্ৰহ অবস্থানে বসেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান স্বপন নন্দী, আব্দুল রহিম প্রমুখ। ধরনা মঞ্চ থেকে রাজ্যপালের ‘অসাংবিধানিক’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য রাখেন তৃণমূল নেতারা। তাঁরা বলেন, রাজ্যপাল বিজেপির এজেন্টে মতো কাজ করছেন। তাই আমরা রাজ্যপালের পদত্যাগের দাবি করছি।

স্বপন নন্দী বলেন, একজন নেতার বা একজন সাংবিধানিক দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির ভূমিকা কেমন হওয়া উচিত তা আমরা শিখেছি প্রফুল্ল সেনের মতো ব্যক্তিদের কাছ থেকে। কিন্তু এখন আমরা দেখছি, রাজ্যের সাংবিধানিক প্রধান তাঁর পদের অমর্যাদা করছেন‌। তাঁর এই কাজের প্রতিবাদে সত্যাগ্ৰহ অবস্থান করছি। বাংলার রাজনীতিকে কুলষিত করছেন রাজ্যপাল। রাজ্যপাল বিজেপির ক্যাডারের ভূমিকা পালন না করে তাঁর পদের সম্মান রক্ষা করুন। এই সত্যাগ্ৰহ অবস্থানের মধ্যে দিয়ে রাজ্যপালের কাছে আমাদের বার্তা, সংবিধান মেনে আপনার দায়িত্ব পালন করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Trinamool Congress, #arambag

আরো দেখুন